সোমবার ● ১৩ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » শিরোনাম » পা চাটা লোকদের একটা সুপার পাওয়ার থাকে।
পা চাটা লোকদের একটা সুপার পাওয়ার থাকে।
পা চাটা লোকদের একটা সুপার পাওয়ার থাকে।
তারা সব জায়গায় সুবিধা পায়,
সেটা রাজনৈতিক ক্ষেত্রে বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন আর কর্মক্ষেত্রেই বলেন,
তারা সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকে।
বলতে গেলে পা চাটাদের একটা কোঠাই থাকে আলাদা সর্বপরি।
অথচ এরা না কারো আপন হয়,
না কারো বিশ্বস্ত হয়, না কারো নিজস্ব হয়।
এরা হয় সুবিধাবাদী, মেরুদণ্ডহীন টাইপের লোক।
এদের নিজের কোন মতামত থাকেনা,
নিজস্ব কোন হস্তক্ষেপ থাকেনা কোন কাজে।
এদের মাঝে বিবেক মানবতা বলতেও কিছু থাকেনা। তবুও এরা অনেকের প্রিয় হয়ে থাকে,,
ঐ যে প্রথমেই বললাম পা চাটা লোকদের সুপার পাওয়ার আছে।
বিষয়: # #চাটা






সাতক্ষীরায় দেড় হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ
রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি জব্দের নির্দেশ
কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বাহুবল উপজেলা চেয়ারম্যান বিজয়ী আনোয়ার, ভাইস চেয়ারম্যান কামরুল ও মহিলা ভাইস চেয়ারম্যান রীতা
গরিব-দুঃখী মানুষের আস্থার ঠিকানা শেখ হাসিনা: নানক 