রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলা » ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েছে। এর আগে কোনো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে যেখানে ১০০ ছক্কাও হয়নি, সেখানে এ সিরিজে ছক্কা হয়েছে রেকর্ড ১২০টি।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে রেকর্ড গড়া সিরিজে রানের বন্যা বইয়েছেন উভয় দলের ব্যাটাররা। সিরিজে ইংলিশ ওপেনার ফিল সল্ট একাই হাঁকান ২২টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ১২টি করে ছক্কা হাঁকিয়েছেন লিয়াম লিভিংস্টোন ও নিকোলাস পুরান।
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ছিল সার্বিয়া বনাম বুলগেরিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে। ২০২২ সালের ওই সিরিজে ৯৭টি ছক্কা হাঁকিয়েছিল দুদল, ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ছক্কা মেরেছিলেন লেসলি ডানবার (২৫)।
তৃতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডের টি-টোয়েন্টি সিরিজটিও ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের দখলে। গত বছরের শুরুর দিকেও ওই সিরিজে ৯৬টি ছক্কা হাঁকিয়েছিল তারা। যেখানে রভম্যান পাওয়েল একাই হাঁকান ১৪ ছক্কা, তার সতীর্থ পুরান ওভার বাউন্ডারি মেরেছিলেন ৯টি।
বিষয়: #-ওয়েস্ট #ইংল্যান্ড #ইন্ডিজ #বিশ্বরেকর্ড #সিরিজ






ইউরোর জন্য স্পেনের প্রাথমিক দল ঘোষণা
বিশ্বকাপের প্রস্তুতিতে আরও ফ্যাসিলিটি থাকা দরকার ছিল: সাকিব
টি-টোয়েন্টি বিশ্বকাপের নেদারল্যান্ডস দলে পরিবর্তন
অবসরের ঘোষণা টনি মিডফিল্ডার জার্মান ক্রুসের
ক্রিস্টাল প্যালেসের কাছে ম্যানইউর লজ্জার হার
সিরিজ বাঁচানোর ম্যাচে মামুলি সংগ্রহ বাংলাদেশের
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন আকাশ চোপড়া
ব্যর্থতার দিনে আইসিসি থেকে সুখবর পেলেন জ্যোতি
তৃতীয় দিনশেষে ৪৫৫ রানে এগিয়ে শ্রীলঙ্কা
বাংলাদেশের বিপক্ষে ফিরতি লেগ খেলতে ঢাকায় ফিলিস্তিন ফুটবল দল 