শিরোনাম:
ঢাকা, সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

Somoy Channel
মঙ্গলবার ● ২৮ মে ২০২৪
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ কর্মশালা
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ কর্মশালা
২৩৯ বার পঠিত
মঙ্গলবার ● ২৮ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জয়পুরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ কর্মশালা

মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:

জয়পুরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ কর্মশালা

১ জুন ২০২৪ রোজ শনিবার জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে সোমবার দুপুর ১২.৩০ মিনিটে জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ মুহাঃ রুহুল আমিন এর সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম সোলায়মান আলী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জুবাইর মোঃ আল ফয়সাল, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৈতী রায় সহ অন্যান্যরা।

৬-১১ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন “এ” অভাব জনিত রাতকানা রোগের প্রাদূর্ভাব এক শতাংশের নিচে কমিয়ে আনা এবং তা অব্যাহত রাখা এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করা।

৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো (১লক্ষ আই, ইউ), ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো (২লক্ষ আই, ইউ) ও শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি মত ঘরের তৈরী সুষম খাবার খাওয়ানোর জন্য সকলকে উৎসাহিত করতে হবে।

সভায় জানানো হয় জেলার ৩২ টি ইউনিয়নে ২৪টি করে মোট ৭৬৮ টি, প্রতি উপজেলায় অতিরিক্ত ১ টি করে মোট ৫ টি, পৌর এলাকার ৫২ টিসহ সর্বমোট ৮২৫ টি কেন্দ্রে ১লাখ ৪১ হাজার ৯৬৭ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৩১৫ জন শিশুকে নীল রঙের এবং ১২থেকে ৫৯ মাস বয়সী ১লাখ ২৯ হাজার ৬৫২ জনকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, বিগত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর অর্জনঃ (৬-১১) মাস বয়সী শিশুর ভিটামিন প্রাপ্তির হার- ৯৮.৯৯% এবং (১২-৫৯) মাস বয়সী শিশুর ভিটামিন প্রাপ্তির হার- ৯৯.৩০%।



বিষয়: #  #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)