সোমবার ● ২৭ মে ২০২৪
প্রথম পাতা » খেলা » ইউরোর জন্য স্পেনের প্রাথমিক দল ঘোষণা
ইউরোর জন্য স্পেনের প্রাথমিক দল ঘোষণা
ইউরোর জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে স্পেন। ৭ জুনের আগে এই স্কোয়াড থেকে ৩ জনকে বাদ দিয়ে ঘোষণা করা হবে মূল স্কোয়াড।
চোট কাটিয়ে দলে ফিরেছেন বার্সেলোনার পেদ্রি। এছাড়াও স্কোয়াডে জায়গা পেয়েছেন ফেরান তোরেস, লামিন ইয়ামাল, পাউ কুবারসি ও ফেরমিন লোপেজ। রিয়াল মাদ্রিদের হোসেলু, দানি কারভাহাল ও নাচো ফার্নান্দেজ প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন।
চোটের কারণে দলে জায়গা পাননি বার্সেলোনার গাভি। টটেনহ্যাম ডিফেন্ডার পেদ্রো পেরো ও আতলেতিকো মাদ্রদের মিডফিল্ডার কোকের জায়গা হয়নি স্পেনের ইউরোর দলে।
স্পেন স্কোয়াড
গোলরক্ষক: ডেভিড রায়া, উনাই সিমন ও অ্যালেক্স রেমিরো।
ডিফেন্ডার: আইমেরিক লাপোর্তে, পাউ কুবারসি, রবিন লে নরমান্ড, নাচো ফার্নান্দেজ, দানি কারভাহাল, আলেহান্দ্রো গ্রিমাল্ডো, হেসুস নাভাস, দানি ভিভিয়ান ও মার্ক কুকুরেল্লা।
মিডফিল্ডার: রদ্রি, মার্টিন জুবিমেন্দি, মিকেল মেরিনো, ফ্যাবিয়ান রুইজ, পেদ্রি, ফারমিন লোপেজ, অ্যালেক্স গার্সিয়া, অ্যালেক্স বায়েনা ও মার্কোস লরেন্তে।
ফরোয়াড: আলভারো মোরাতা, লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি ওলমো, মিকেল ওয়ারজাবাল, হোসেলু, ফেরান তোরেস ও আয়োজে পেরেজ।
বিষয়: #ইউরো






বিশ্বকাপের প্রস্তুতিতে আরও ফ্যাসিলিটি থাকা দরকার ছিল: সাকিব
টি-টোয়েন্টি বিশ্বকাপের নেদারল্যান্ডস দলে পরিবর্তন
অবসরের ঘোষণা টনি মিডফিল্ডার জার্মান ক্রুসের
ক্রিস্টাল প্যালেসের কাছে ম্যানইউর লজ্জার হার
সিরিজ বাঁচানোর ম্যাচে মামুলি সংগ্রহ বাংলাদেশের
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন আকাশ চোপড়া
ব্যর্থতার দিনে আইসিসি থেকে সুখবর পেলেন জ্যোতি
তৃতীয় দিনশেষে ৪৫৫ রানে এগিয়ে শ্রীলঙ্কা
বাংলাদেশের বিপক্ষে ফিরতি লেগ খেলতে ঢাকায় ফিলিস্তিন ফুটবল দল 