রবিবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটে মুখোমুখি সংঘর্ষ,নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, আহত ১৯
জয়পুরহাটে মুখোমুখি সংঘর্ষ,নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, আহত ১৯
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
জয়পুরহাটে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে সংঘর্ষ পাশ কাটাতে গিয়ে ধাক্কা লেগে অন্য একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে পুকুরে উল্টে পড়ে যায়। এতে আহতদের মধ্যে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বাকি ১০ জনকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের সদর উপজেলার পুরানাপৈল বনখুঁর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের বাবু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩০), শিমুলতলী গ্রামের আব্দুল বাতেনের স্ত্রী হালিম বেগম(৩০) নাকুরগাছি গ্রামের মৃত মানিকের স্ত্রী আলেমন বেওয়া (৮০) সাড়াই পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে লিটন(৪৩), ছোট মানিক গ্রামের নাসির উদ্দীনের মেয়ে নাদিরা বেগম (৩৬), কুয়াতপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে সানোয়ার হোসেন (৪৫), কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আইয়ুব আলীর মেয়ে জান্নাতুন (২৪), কালাই উপজেলার বনখুর গ্রামের খয়বর আলীর স্ত্রী রেবেকা বেগম (৫০), হাসান আলী (৩৬), এবং ইমরান হোসেন (২৮)।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচবিবি থেকে এবি ট্রাভেলসের একটি বাস জয়পুরহাটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সৌমিক ট্রাভেলসের আরেকটি বাস আসছিল। বনখুঁর এলাকায় এসে দুই বাসে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। এ সময় এবি ট্রাভেলস বাসের ড্রাইভার দ্রুত পাশ কাটানোর সময় ধাক্কা লেগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির বলেন, বাস দুর্ঘটনায় ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়: #জয়পুরহাট #নিয়ন্ত্রণ #বাস #মুখোমুখি #সংঘর্ষ