শিরোনাম:
ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটে মাদ্রাসার সাবেক সুপারের বিরুদ্ধে জোর করে পদ পুনরুদ্ধারের অভিযোগে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটে মাদ্রাসার সাবেক সুপারের বিরুদ্ধে জোর করে পদ পুনরুদ্ধারের অভিযোগে সংবাদ সম্মেলন
১৪৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জয়পুরহাটে মাদ্রাসার সাবেক সুপারের বিরুদ্ধে জোর করে পদ পুনরুদ্ধারের অভিযোগে সংবাদ সম্মেলন

জয়পুরহাটে মাদ্রাসার সাবেক সুপারের বিরুদ্ধে জোর করে পদ পুনরুদ্ধারের অভিযোগে সংবাদ সম্মেলন

মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:

চাকুরীর বিধি লঙ্ঘন, অর্থ আত্মসাৎ মামলার সাজাপ্রাপ্ত, ইস্তফাকৃত সাবেক সুপার মাসুদ মোস্তফা দেওয়ান চাকুরী ইস্তফা দেওয়ার ২৩ বছর পর জোর করে সুপার পদ দখলের অপচেষ্টা ও বর্তমান সুপারকে ভয়-ভীতি দেখানোর অভিযোগ এনে জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সদর উপজেলার কেন্দুল সিদ্দিকিয়া দ্বি-মুখী দাখিল মাদ্রসার শিক্ষক-কর্মচারী ও এলাকার ব্যক্তিবর্গ।
বুধবার দুপুরে তাদের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা। একই মাদ্রসার শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য ও মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অত্র মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি রেজাউল করিম সরকার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী সুপার আব্দুল ওয়াদুদ, সহকারী মৌলভী আব্দুল আলীম, ছাত্র অভিভাবক আব্দুল আলীম, সোহাগ, মাহফুজার রহমান, নূর আলম সহ এলাকার অন্যান্যরা।
লিখিত বক্তব্যে জানান, আমাদের মাদ্রাসার সাবেক সুপার মোঃ মাসুদ মোস্তফা দেওয়ান তার দায়িত্ব পালনকালে অর্থ আত্মসাৎ, চাকুরীর শৃঙ্খলা ভঙ্গসহ নানা অনিয়ম দূর্নীতির কারনে একাধিক বার (১৯৯৯ সালের ১ জুন ও পরবর্তীতে অর্থ আত্মসাৎ মামলায় ২০০১ সালের ১২ এপ্রিল জেল হাজাতে গেলে) সাময়িক বরখাস্ত হন। তারপর জেল-হাজতবাস শেষে নিজের অপকর্ম আড়াল করতে অবশেষে ব্যাক্তিগত কারন দেখিয়ে ২০০১ সালের ৬ সেপ্টেম্বর ইস্তফা পত্র প্রদান করলে তা দাপ্তরিক প্রক্রিয়া শেষে ওই বছর ১৫ সেপ্টেম্বর ম্যানেজিং কমিটির সভায় অনুমোদন হলে সুপারের পদ শুন্য হয়ে যায়।
তারপরও তিনি স্ব পদে বহাল হতে প্রথমে জয়পুরহাট সিনিয়ার সহকারী জজ আদালতে মামলা (মামলা নং ১৬/২০০২) করলেও গত তা ২০/১০/২০০২ সালের ২০ অক্টোবর ওই মামলটি খারিজ হয়ে যায়। বক্তব্যে তারা আরো দাবী করেন পদত্যাগ করা সুপার চাকুরী ফিরে পেতে বিভিন্ন দপ্তরে আবেদন করেছিলেন। এরপর এর কোন সমাধান না পেলে তিনি সর্বশেষ এ বছর গত ১১ সেপ্টেম্বর তিনি ৪০/৫০ জন অজ্ঞাত ব্যক্তিদের সাথে নিয়ে আমাদের কেন্দুল সিদ্দিকিয়া দ্বি-মুখী দাখিল মাদ্রসায় গিয়ে বর্তমান সুপার আয়েজ উদ্দিন কে পদত্যাগে বাধ্য করানোর জন্য ভয়-ভীতি প্রদর্শন করতে থাকেন এবং সাবেক সুপার মাসুদ মোস্তফা দেওয়ান সুপার পদে বহাল করতে সবাইকে চাপ প্রয়োগ করেন। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির অনুরোধে সুপার আয়েজ উদ্দিন মহোদয় জয়পুরহাট সদর থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন বলেও জানান সংবাদ সম্মেলন আয়োজকরা।
মাদ্রাসার বর্তমান সুপার আয়েজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটি ধ্বংস করতে উক্ত সাবেক সুপার মোঃ মোস্তফা দেওয়ান জোর পূর্বক স্বপদে বহাল হতে এখনো ভয়-ভীতি প্রদর্শনসহ নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছেন।



বিষয়: #  #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)