শুক্রবার ● ২৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » সম্পাদকের পছন্দ » ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, শাহজাহান ওমরকে নিয়ে প্রধানমন্ত্রী
ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, শাহজাহান ওমরকে নিয়ে প্রধানমন্ত্রী
জেল থেকে জামিনে মুক্তি পেয়ে নৌকার মনোনয়ন নেয়ায় দেশব্যাপী সমালোচনার মুখোমুকি হন বিএনপির প্রবীণ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম)।
আওয়ামী লীগে যোগ দিয়েই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন শাহজাহান ওমর। এই আসনটিতে নৌকা নিয়ে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য ভোটে লড়াই করছেন তিনি।
দীর্ঘদিনের দল বিএনপি ছেড়ে ব্যারিস্টার শাহজাহান ওমরের আওয়ামী লীগে যোগ দেওয়ার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে।
এ সময় শেখ হাসিনা বলেন, বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। কারণ, তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমি ধিক্কার জানাই বিএনপি-জামায়াতকে।
শেখ হাসিনা বলেন, আমরা যখন জনগণের জন্য উন্নয়ন করি, তখন ওই বিএনপি-জামায়াত করে অগ্নিসন্ত্রাস। রেললাইনের ফিস প্লেট ফেলে দিয়ে, বগি ফেলে দিয়ে মানুষ হত্যার ফাঁদ পাতে। রেলে আগুন দিয়ে পুড়িয়েছে। মা-সন্তানকে বুকে জড়িয়ে রেখেছে- এই অবস্থায় আগুনে পুড়ে কাঠ হয়ে গেছে। এই দৃশ্য পুরো বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। বাসে আগুন, গাড়িতে আগুন, ঠিক ২০০১ সালে শুরু করেছিল। এরপর ১৩-১৪ একই ঘটনা ঘটায়। এখন আবার অগ্নিসন্ত্রাস শুরু করেছে। আমি ধিক্কার জানাই বিএনপি-জামায়াতকে।
তিনি বলেন, আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, আর ওদের রাজনীতি মানুষ হত্যায়। তাদের কি মানুষ চায় বলেন? তাদের মানুষ চায় না।
বক্তব্যের শেষপর্যায়ে এই বিভাগের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের জন্য নৌকা মার্কায় ভোট চাওয়ার সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘ঝালকাঠিতে ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর সন্ত্রাসী দল ছেড়ে সে এখন নৌকায় উঠেছে। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। ’
বিষয়: #ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে #শাহজাহান ওমরকে নিয়ে প্রধানমন্ত্রী






যারা বারবার অপরাধ করে…
গ্যাস প্রেশারাইজড একুইফার
পাগল হাসান ভাইয়ের দুই রত্ন নয়নের মনি - #জিনান ও #জিহান
খেলাধুলায় অংশগ্রহণ শিশুদের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
ওমরা ভিসার মেয়াদ নিয়ে নতুন নির্দেশনা সৌদির
ঈদ মোবারক EID MUBARAK #SOMOYCHANNEL
ট্রেনের দুই আসনের দাবিদার চারজন, তারপর যা হলো
সাবেক আইজিপির অপকর্ম-১ বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ
প্রধানমন্ত্রীর সঙ্গে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের সাক্ষাৎ
৫০৭ কোটি টাকার তেল-চিনি-ডাল-গম কেনার অনুমোদন সরকারের 