সোমবার ● ১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » সিংগাইরে নির্বাচনি জনসভার অভিযোগে বই উৎসব পণ্ড
সিংগাইরে নির্বাচনি জনসভার অভিযোগে বই উৎসব পণ্ড
সিংগাইরে নির্বাচনি জনসভার অভিযোগে পুনর্মিলনী, বই বিতরণ, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন প্রশাসন।
১ জানুয়ারি, সোমবার দুপুর সাড়ে ১২ টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় মোস্তফা দেলোয়ারা উচ্চ বিদ্যালয় আয়োজিত বই বিতরণ অনুষ্ঠান চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. মোস্তফা মিয়া বলেন, অনুষ্ঠান চলাকালীন সময় পুলিশ ও প্রশাসনের লোকজন এসে কোন অজুহাত ছাড়াই অনুষ্ঠানটি বন্ধ করার নির্দেশ দেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা মাত্র ১০ মিনিটের মধ্যেই অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন। এতে তারা হতাশ হয়ে পড়েছে।
একাধিক অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই পুলিশ ও প্রশাসনের ঘোষণায় আমরা অনুষ্ঠান থেকে চলে আসি।
এদিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদ মোল্লার সাথে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান বলেন, পুনর্মিলনী ও বই বিতরণের অনুষ্ঠানের আড়ালে নির্বাচনী জনসভার অভিযোগে অনুষ্ঠানটি বন্ধ করে দেই। তবে কোনো প্রার্থী বা সমর্থককে অনুষ্ঠানস্থলে পাইনি।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী (ভূমি) আব্দুল কাইয়ুম খান বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া ও রাজনৈতিক সমাবেশের অভিযোগ থাকায় অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে।
বিষয়: #নির্বাচন ২০২৪






৩য় ধাপের উপজেলা নির্বাচন, প্রচার শেষ মধ্যরাতে
বাহুবল উপজেলা চেয়ারম্যান বিজয়ী আনোয়ার, ভাইস চেয়ারম্যান কামরুল ও মহিলা ভাইস চেয়ারম্যান রীতা
১৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ আগামীকাল
বিশ্বম্ভরপুরে জনমত জরীপে এগিয়ে ঘোড়া প্রতীকের প্রার্থী দিলীপ বর্মন
ত্রিশালে প্রান্তিক ভোটারদের দ্বারে দ্বারে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল নয়ন
দোয়াত কলম প্রতিক নিয়ে ব্যাপক জনসমর্থনে এগিয়ে চলছেন চেয়ারম্যান প্রার্থী বোরহান
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের সুপারিশ সাঈদ খোকনের
মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি
মে দিবসে রাজধানীতে শ্রমিক জনসভা করবে আওয়ামী লীগ
উপজেলা নির্বাচনে কে কার আত্মীয়, দেখবে না নির্বাচন কমিশন: ইসি আলমগীর 