শুক্রবার ● ২৬ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » বিএনপিকে ‘ডামি বিরোধী দল’ বললেন ওবায়দুল কাদের
বিএনপিকে ‘ডামি বিরোধী দল’ বললেন ওবায়দুল কাদের
 
বিএনপিকে ‘ডামি বিরোধী দল’ আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন তাদের দরকার নাই। তিনি বলেছেন, বাংলাদেশে আর কোনো ডামি দলের দরকার নেই। তাদের আন্দোলনে দেশ উত্তাল হবে, জনতার ঢল নামবে এসব শুনে এখন ঘোড়াও হাসে। নিজেদের নিজেরাই ভুয়া বানিয়ে ফেলছে। তারা যতই আন্দোলন করুক, জনগণ দূরে থাক নেতাকর্মীরাও সাড়া দেবে না।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি শোকে পাথর হয়ে গেছে। সব আশা হারিয়ে গেছে। ভিসানীতিও নেই, নিষেধাজ্ঞাও নেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “নির্বাচনে না এসে বিএনপি কত বড় ভুল করেছে তা অচিরেই প্রমাণ পাবে। কালো পতাকা মিছিল, এটা শোক পালনের ধর্মসূচি। কালো পতাকা শোকের চিহ্ন, তাহলে তারা নিজেরাই জাতিকে বলে দিচ্ছে আমরা আজ পরাজিত হয়েছি।”
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও উপকমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম আমিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সংসদের সদস্য সাহাবুদ্দিন ফরাজী, নির্মল কুমার চ্যাটার্জি ও ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।
বিষয়: #নির্বাচন ২০২৪
      
      
      





    ৩য় ধাপের উপজেলা নির্বাচন, প্রচার শেষ মধ্যরাতে    
    বাহুবল উপজেলা চেয়ারম্যান বিজয়ী আনোয়ার, ভাইস চেয়ারম্যান কামরুল ও মহিলা ভাইস চেয়ারম্যান রীতা    
    ১৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ আগামীকাল    
    বিশ্বম্ভরপুরে জনমত জরীপে এগিয়ে  ঘোড়া প্রতীকের প্রার্থী দিলীপ বর্মন    
    ত্রিশালে প্রান্তিক ভোটারদের দ্বারে দ্বারে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল নয়ন    
    দোয়াত কলম প্রতিক নিয়ে ব্যাপক জনসমর্থনে এগিয়ে চলছেন চেয়ারম্যান প্রার্থী বোরহান    
    সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের সুপারিশ সাঈদ খোকনের    
    মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি    
    মে দিবসে রাজধানীতে শ্রমিক জনসভা করবে আওয়ামী লীগ    
    উপজেলা নির্বাচনে কে কার আত্মীয়, দেখবে না নির্বাচন কমিশন: ইসি আলমগীর    