মঙ্গলবার ● ৩০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » দোয়ারাবাজারের শীতার্তদের হাতে বসুন্ধরা গ্রুপের কম্বল তুলে দিল বসুন্ধরা শুভসংঘ
দোয়ারাবাজারের শীতার্তদের হাতে বসুন্ধরা গ্রুপের কম্বল তুলে দিল বসুন্ধরা শুভসংঘ
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদর বাজারে বসুন্ধরা গ্রুপের শীতবস্ত্র (কম্বল) পাঁচশতাধিক পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারী)দুপুর সাড়ে ১২টায় দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অর্থায়নে উপজেলার সদরে দলেরগাঁও চৌরাস্তা সংলগ্ন মাঠে কয়েকটি গ্রামের অসহায় পরিবারে মধ্যে এই কম্বল বিতরণ করে বসুন্ধরা শুভসংঘ।
কনকনে ঠান্ডায় কম্বল নিতে আসা দোয়ারা সদর ইউনিয়নের দলেরগাঁও গ্রামের আলা উদ্দিন (৭৫) একটি কম্বল পেয়ে মহাখুশি। তিনি জানান, আজ কম্বল পেয়ে আমাদের অনেক উপকার হইছে আমরা অনেক খুশি।
তিনি আরও বলেন,সীমান্ত এলাকা হওয়ায় এইবার শীতের মধ্যে খুব কষ্টের মধ্যে আছিলাম। কেউই একটা কম্বল দেয়নি। আমরা গরীব মানুষ টেকার অভাবে কম্বল কিনতাম পারি নাই। কম্বল পায়নে(পাওয়ায়)রাইতে( রাতে)আরামে ঘুমাইতে পারুম(পারব)। দোয়া করি বসুন্ধরা গ্রুপের মালিককে আল্লাহ সুখে শান্তিতে রাখে।
একেই মন্তব্য করেন শীতবস্ত্র পেয়ে সদর ইউনিয়নের বীরসিং গ্রামের মনতাজ উদ্দিন (৭৫), রাখাল গ্রামের আব্দুর রহমান (৬৪),টেবলাই গ্রামের উসমান আলী (৮০),একই ইউনিয়নের মাছিমপুর এমদাদিয়া এতিম- খানায়সহ শীতার্ত নারী,পুরুষ।
এসময় সমাজসেক ডাঃ আব্দুল হান্নান,বশির আহমদ,ইউপি সদস্য কামরুল ইসলাম, সাংবাদিক মোতালিব ভূইয়া,সাংবাদিক মামুন মুন্সি,সাংবাদিক সুমন আহমেদ উপস্থিত ছিলেন।
দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সহ সম্পাদক ও শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান জানিয়েছেন দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ দরিদ্র অসহায় মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়েছে। দীর্ঘদিন ধরেই অসহায় মানুষকে সহযোগিতা করছে বসুন্ধরা গ্রুপ। এরই ধারাবাহিকতায় তাহিরপুর,মধ্যনগর, শান্তিগঞ্জসহ কয়েকটি উপজেলায় ৪ হাজার কম্বল বিতরণের উদ্যোগ নেয়।
তিনি আরও জানান,এরপূর্বে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে জেলার তাহিরপুর উপজেলা সদর,টাংগুয়ার হাওর,ট্যাকেরঘাট,মধ্যনগর উপজেলায় সদর ইউনিয়ন ও হাওর পাড়ের অসহায় পরিবারের সদস্যদের হাতে দু হাজারের অধিক কম্বল তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। আজ দোয়ারাবাজার উপজেলার ৫ শতাধিক অসহায় পরিবারে হাতে কম্বল তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
বিষয়: #কম্বল #দোয়ারাবাজার #বসুন্ধরা #শীতার্ত #শুভসংঘ






৪ দিন ধরে দোকানে তালা ঝুলছে ছাতকে চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা দোকান ঘরে দিনদুপুরে তালা
ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত মুরাদ
সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ৩
বিশ্বম্ভরপুরে জনমত জরীপে এগিয়ে ঘোড়া প্রতীকের প্রার্থী দিলীপ বর্মন
যাদুকাটা নদীতে ড্রেজার,মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ মুক্ত উপজেলা গড়তে মোটরসাইকেল ভোট দিন
সুনামগঞ্জের জগন্নাথপুরে হারানো টাকা মালিকের হাতে ফেরত দিয়ে দিষ্টান্ত স্হাপন করলো পুলিশ।
দোয়াত কলম প্রতিক নিয়ে ব্যাপক জনসমর্থনে এগিয়ে চলছেন চেয়ারম্যান প্রার্থী বোরহান
ছাতকে ব্যবসায়ি পাওনা টাকা চাইতে গিয়ে বিশ্বনাথে হামলার ঘটনায় এখনো পুলিশ মামলা নেয়নি।
ছাতকে ৯ মাসেও পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির ৩ সদস্য কমিটির তদন্তে নেই অগ্রগতি
রাণীনগরে মাদকের সাত মামলার আসামী চোলাই মদ তৈরির ৭৫লিটার ওয়াসসহ আটক 