রবিবার ● ৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » হবিগঞ্জ » হবিগঞ্জের মাধবপুরের একঝাঁক তরুণদের প্রচে’ষ্টার গৃহহীন মায়ের গৃহ নির্মাণ।।
হবিগঞ্জের মাধবপুরের একঝাঁক তরুণদের প্রচে’ষ্টার গৃহহীন মায়ের গৃহ নির্মাণ।।
নিজস্ব প্রতিনিধি:-
হবিগঞ্জের মাধবপুরে গৃহহীন এক অস’হায় মায়ের গৃহ নির্মাণ করেন মাধবপুরের একঝাঁক তরুন সমাজ।
গত শুক্রবার সকালে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হবিবপুর গ্রামের মৃ’ত আব্দুল হকের স্ত্রী জুবেদা বেগমের গৃহ নির্মাণের উদ্দেশ্যে টিন, কাঠ,পিলার, ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিয়ে ছুটে চলেন একঝাঁক তরুণ।
সারাদিন ব্যাপী গৃহ নির্মাণাধীন কাজ সম্পন্ন করে বিকালে জুবেদা বেগমের কাছে ঘরের সম্পন্ন দায় দায়িত্ব বুঝিয়ে দেয় তরুনরা৷
এসম্পর্কে জুবেদা বেগমের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন ২২ বছর হয়েছে তার স্বামী মা’রা যান।
তিনি এক প্রতি’বন্ধী ছেলেকে নিয়ে একটি ভাঙা মাটির ঘরে রোদ বৃষ্টিতে ক’ষ্ট করে কোনো রকম দিন কাটাতেন। অনেকে পরিস্থিতি দেখে ঘর নির্মাণের আশ্বাস দিলেও কেউ ঘর নির্মাণ করে দেন নি৷
অবশেষে হঠাৎ এই যুবকরা এসে এই ঘরটি নির্মান করে দেন।
এমনকি এই যুবকরা ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন বলে জানান।
অন্যদিকে এই মহৎ কাজে যুবকদের মধ্যে যারা সাহায্য সহোযোগিতা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন সৈয়দ বোরহান উদ্দিন খান বলেন,আমরা সব সময় চাই সমাজের অস’হায় মানুষের পাশে দাড়াতে। সকলের সহযোগিতায় গৃহহীনদের গৃহ নির্মাণ ও অনাহারীদের মুখে আহারের ব্যবস্থা করে থাকি।
এসময় আরো উপস্থিত ছিলেন তাওহিদ ইসলাম, জহিরুল ইসলাম, আনিসুর রহমান, জাকির হোসেন, জাহাঙ্গীর আলম,ইমন খাঁন,হৃদয় আহমেদ, নজরুল ইসলাম, আকাশ, আবির, সোহাগ সহ প্রমুখ।






“আজমিরীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১২০ লিটার চোলাই মদ, ১০০ লিটার চোলাই মদ উপকরণ জাওয়াসহ ০১ মাদক ব্যবসায়ী আটক”
নবীগঞ্জ উপজেলা নির্বাচন শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন। চেয়ারম্যান শেফু, ভাইস চেয়ারম্যান সাইফুল ও কাকলী বিজয়ী
বাহুবল উপজেলা চেয়ারম্যান বিজয়ী আনোয়ার, ভাইস চেয়ারম্যান কামরুল ও মহিলা ভাইস চেয়ারম্যান রীতা
হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে পা হারালেন যুবক
নবীগঞ্জে ৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৫ জনই আওয়ামীগের কার গলায় পড়ানো হবে বিজয়ের মালা?
বানিয়াচংয়ে টমটমের সিরিয়াল নিয়ে সংঘর্ষে নিহত ৪, আহত অর্ধশত
ইকবাল-সুমন- বিউটির জয় - হবিগঞ্জের বানিয়াচংয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন।।
হবিগঞ্জের মাতৃমঙ্গলের আয়া চন্দনা রাণী সরকারের সিজার বানিজ্যে অর্ধ লক্ষ টাকা আয়-!
নবীগঞ্জের বিশিষ্ট বাউল লেবু মিয়ার স্বরণে মিলাদ মাহফিল কবর জিয়ারত
হবিগঞ্জের নবীগঞ্জে ১টি বসত ঘরে আগুন! অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি 