শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

Somoy Channel
বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০২৪
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » চামড়াজাত পণ্য রপ্তানির কর অর্ধেক করা হয়েছে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » চামড়াজাত পণ্য রপ্তানির কর অর্ধেক করা হয়েছে
১২২ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চামড়াজাত পণ্য রপ্তানির কর অর্ধেক করা হয়েছে

চামড়াজাত পণ্য রপ্তানির কর অর্ধেক করা হয়েছেচামড়াজাত পণ্যের রপ্তানিতে বিদ্যমান উৎসে কর এক শতাংশ থেকে অর্ধেক কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ খাতের প্রতিযোগিতা-সক্ষমতা বাড়াতে এ ছাড় দেওয়া হয়েছে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা পাবে চামড়াজাত পণ্য।

১৪ মার্চ, বৃহস্পতিবার এনবিআর সূত্রে এ তথ্য জানা যায়। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের সংক্রান্ত স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) বা সংবিধিবদ্ধ নিয়ন্ত্রণ আদেশ করে।

আদেশে বলা হয়, ‘জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, যেকোনো রপ্তানিকারক কর্তৃক কেবল চামড়া বা চামড়াজাত পণ্য রপ্তানির মাধ্যমে গৃহীত অর্থ থেকে ওই আইনের ধারা ১২৩ এর অধীন প্রদেয় উৎসে কর কর্তনের হার হ্রাস করিয়া মোট রপ্তানি আয়ের ০.৫ শতাংশ (শূন্য দশমিক পাঁচ শতাংশ) ধার্য করিল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে এবং ৩০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত বলবৎ থাকিবে।’

উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে চামড়াসহ সব রপ্তানি পণ্যের ওপর এক শতাংশ উৎসে কর রয়েছে। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে সরকার রপ্তানি পণ্যের নগদ প্রণোদনা কমিয়ে দেয়। এর মধ্যে চামড়া খাতের প্রণোদনা পুরোপুরি বাতিল করা হয়েছে। এ খাতের উদ্যোক্তাদের কিছুটা স্বস্তি দিতে এখন কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।



বিষয়: #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)