শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

Somoy Channel
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » বাংলাদেশ » সমবায় কৃষি নিশ্চিত হলে খাদ্য শঙ্কট হবে না: প্রধানমন্ত্রী
প্রথম পাতা » বাংলাদেশ » সমবায় কৃষি নিশ্চিত হলে খাদ্য শঙ্কট হবে না: প্রধানমন্ত্রী
৪১ বার পঠিত
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সমবায় কৃষি নিশ্চিত হলে খাদ্য শঙ্কট হবে না: প্রধানমন্ত্রী

সমবায় কৃষি নিশ্চিত হলে খাদ্য শঙ্কট হবে না: প্রধানমন্ত্রীসরকার বছরে ২৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, জাতির পিতার দেখানো পথে সমবায় কৃষি নিশ্চিত করা হলে দেশে কখনও খাদ্যের অভাব হবে না।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, এক সময় যারা নুন-ভাতের কথা বা ডাল ভাতের কথা চিন্তাও করতে পারত না, এখন তারা মাছ-মাংস ডিমের কথাও চিন্তা করে। ফলে যারা সরকারের সমালোচনা করেন তাদের সেগুলো মাথায় রেখে উন্নয়ন হয়েছে কি না তা বিবেচনা করতে হবে।

বক্তব্যে বীজ, মাছ, ধান, সবজিসহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়িয়ে বিদেশনির্ভরতা কমানোর তাগিদ দেন সরকারপ্রধান। দেশে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা কৃষক লীগই করেছিল বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে আওয়ামী লীগ দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ করার উদ্যোগ নিয়েছে। সরকার বছরে ২৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলেও জানান তিনি।

নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করব। উদ্বৃত্ত থাকলে অন্যকে সাহায্য করব।

অনুষ্ঠানে বিএনপি নেতাদের মামলার অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি। সবই অপরাধের কারণে হয়েছে। বিএনপির দাবি অনুযায়ী দেশের সব অপরাধীই বিএনপির নেতাকর্মী।’



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)