শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

Somoy Channel
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » পর্যটন-ভ্রমণ » সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদে ঢুকে ছুরিকাঘাতের মামলার প্রধান আসামি গ্রেফতার।
প্রথম পাতা » পর্যটন-ভ্রমণ » সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদে ঢুকে ছুরিকাঘাতের মামলার প্রধান আসামি গ্রেফতার।
২৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদে ঢুকে ছুরিকাঘাতের মামলার প্রধান আসামি গ্রেফতার।

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদে ঢুকে ছুরিকাঘাতের মামলার প্রধান আসামি গ্রেফতার।
ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ থেকেঃ-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় পূর্ববিরোধের জের ধরে নামাজ শেষে মসজিদের ভেতরে লিয়াকত আলীকে মারপিট সহ ছুরিকাঘাতের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাংঙ্গিয়ার(বলবল)গ্রামের আব্দুল বারির পু্ত্র হেলাল মিয়া(৩৬)কে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।
২০(এপ্রিল)শনিবার তালিকাভুক্ত পলাতক একাধিক মামলার আসামি লিয়াকত আলীকে সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার বরাত দিয়ে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান,ঘটনার পর থেকে হেলাল পলাতক ছিল।সে একাধিক মামলার তালিকাভুক্ত পলাতক আসামি।
১৯(এপ্রিল)শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টর শামছুল আরেফীনের নেতৃত্বে পুলিশদল উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাংঙ্গিয়ার গাঁও গ্রাম এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

প্রসঙ্গতঃ গত২২(মার্চ)শুক্রবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাংঙ্গিয়ারগাঁও গ্রামের আহত লিয়াকত আলীর সাথে একই গ্রামের হেলাল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে শুক্রবার সাংঙ্গিয়ারগাঁও জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মসজিদের ভিতরেই অভিযুক্ত হেলালসহ আরো ২/৩ জন মিলে অতর্কিত হামলা চালায় লিয়াকত আলী(৫৬) উপর।হামলার একপর্যায়ে হামলাকারীরা এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতাবস্থায় লিয়াকত আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ-ঘটনায় ৮ এপ্রিল লিয়াকত আলীর ভাই সাজ্জাত আলী বাদী হয়ে হেলাল মিয়াকে প্রধান করে ৬ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা রুজু করেছেন।##



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)