শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » হবিগঞ্জ » বাহুবলে তথ্য গোপন করে রাজন চৌধুরীর সনদ উত্তোলনের চেষ্টা ব্যর্থ
বাহুবলে তথ্য গোপন করে রাজন চৌধুরীর সনদ উত্তোলনের চেষ্টা ব্যর্থ
আজিজুল হক সানু,, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের বাহুবলে এমপি বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশান সনদপত্র নিতে চাইলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন চৌধুরী। তবে ইউপি চেয়ারম্যানের সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকায় ওয়ারিশান সনদে অন্তর্ভুক্ত হয়েছে হবিগঞ্জ ১ আসনের এমপি ও রাজন চৌধুরীর বোন আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর নাম। এ ঘটনায় উপজেলাজুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।
জানা যায়,রাজন চৌধুরী আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বাহুবল উপজেলায় একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন এবং তার বোন এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বাহুবল- নবীগঞ্জ আসনের জনপ্রিয় এমপি। এমতাবস্থায়,রাজন চৌধুরী ১নং স্নানঘাট ইউনিয়ন পরিষদ থেকে একটি ওয়ারিশান সনদের জন্য আবেদন করেন। ওই আবেদনে ওয়ারিশান হিসেবে কেয়া চৌধুরী কোন নাম নেই। একপর্যায়ে ইউপি চেয়ারম্যান তফাজ্জুল হক রাইন অসম্পুর্ণ সনদপত্রে সাক্ষর না দিয়ে সঠিক তথ্য সংযুক্ত করতে জানিয়ে দেন। পরবর্তী ওয়ারিশান সনদে সমর্পতা দেখার পর সাক্ষর করেন ওই চেয়ারম্যান। এদিকে, ইউপি চেয়ারম্যান তফাজ্জুল হক রাইন বলেন, অসমাপ্ত কোন ওয়ারিশান সনদে স্বাক্ষর দেননি।
অপরদিকে, একজন প্রার্থীর এমন অমানবিক ও অধিকার বঞ্চিত করার ঘটনা নিয়ে সর্বত্র সমালোচিত হয়ে উঠছেন।
বিষয়: #বাহুবল






“আজমিরীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১২০ লিটার চোলাই মদ, ১০০ লিটার চোলাই মদ উপকরণ জাওয়াসহ ০১ মাদক ব্যবসায়ী আটক”
নবীগঞ্জ উপজেলা নির্বাচন শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন। চেয়ারম্যান শেফু, ভাইস চেয়ারম্যান সাইফুল ও কাকলী বিজয়ী
বাহুবল উপজেলা চেয়ারম্যান বিজয়ী আনোয়ার, ভাইস চেয়ারম্যান কামরুল ও মহিলা ভাইস চেয়ারম্যান রীতা
হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে পা হারালেন যুবক
নবীগঞ্জে ৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৫ জনই আওয়ামীগের কার গলায় পড়ানো হবে বিজয়ের মালা?
বানিয়াচংয়ে টমটমের সিরিয়াল নিয়ে সংঘর্ষে নিহত ৪, আহত অর্ধশত
ইকবাল-সুমন- বিউটির জয় - হবিগঞ্জের বানিয়াচংয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন।।
হবিগঞ্জের মাতৃমঙ্গলের আয়া চন্দনা রাণী সরকারের সিজার বানিজ্যে অর্ধ লক্ষ টাকা আয়-!
নবীগঞ্জের বিশিষ্ট বাউল লেবু মিয়ার স্বরণে মিলাদ মাহফিল কবর জিয়ারত
হবিগঞ্জের নবীগঞ্জে ১টি বসত ঘরে আগুন! অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি 