শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সেনবাগে ২৪ বোতল পরিত্যক্ত বিদেশী মদ উদ্ধার
সেনবাগে ২৪ বোতল পরিত্যক্ত বিদেশী মদ উদ্ধার
মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে পরিত্যক্ত অবস্হায় ২৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।সেনবাগ থানার এসআই মোঃ সাইফুল ইসলাম ও এসআই খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে শুক্রবার (২৬ এপ্রিল) সেনবাগের কেশারপাড় ইউপির ৬ নং ওয়ার্ড বীরকোট সাকিনস্থ কানকিরহাট টু বীরকোট পাকা রাস্তার পশ্চিম পাশে অধীকারী পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় ১টি প্লাস্টিকের বস্তায় ৪টি কার্টুনে মোট ২৪ বোতল ভারতীয় তৈরি অফিসার্স চয়েস হুইসকি মদ উদ্ধার করা হয়।সেনবাগ থানার জিডি নং-১১০০,যা জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, ঘটনাস্হলের আশপাশ এলাকায় আসামী গ্রেফতার ও ওয়ারেন্ট তামিল সংক্রান্তে অভিযান অব্যাহত আছে।
বিষয়: #সেনবাগ