

মঙ্গলবার ● ২১ মে ২০২৪
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাট সদরে হাসানুজ্জামান মিঠু, পাঁচবিবিতে সাবেকুন নাহার চেয়ারম্যান নির্বাচিত
জয়পুরহাট সদরে হাসানুজ্জামান মিঠু, পাঁচবিবিতে সাবেকুন নাহার চেয়ারম্যান নির্বাচিত
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
জয়পুরহাটে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জয়পুরহাট সদর উপজেলায় চেয়ারম্যান পদে মো. হাসানুজ্জামান মিঠু মোটর সাইকেল প্রতীকে ৪৪ হাজার ৪৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এইএম মাসুদ রেজা আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৩৬ হাজার ৯৭৯ ভোট।
অপরদিকে, পাঁচবিবি উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেকুন নাহার। তিনি ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৩৮ হাজার ৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক আনারস প্রতীক পেয়েছেন ১১ হাজার ৬৪৭ ভোট।