মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » সাহিত্য রম্যগল্প » #স্যার_যখন_হাসবেন্ড
#স্যার_যখন_হাসবেন্ড
স্যার কি করছেন এটা ছাড়েন কেউ দেখে ফেলবে তো প্লিজ ছাড়েন
- না আজ তোমাকে উচিৎ শিক্ষা দিয়ে ছাড়বো..
- স্যার আমার হাত খুব ব্যাথা করছে
- তাতে আমার কি, আমাকে অপমান করার সময় এটা মনে ছিল না তোমার..??
- সরি স্যার আর কোনোদিন এরকম হবে না. .. এবার তো হাত টা ছাড়েন প্লিজ
- ওকে… এখন ক্লাস এ যাও
- হুম
আমি ক্লাস এ গেলাম ১৫ মিনিট পর স্যার আসলো ক্লাস এ
- গুড মর্নিং সবাই কেমন আছো??
- আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি কেমন আছেন
- আলহামদুলিল্লাহ ভালো। Stand up নুহা কি হচ্ছে এসব আমি ক্লাস এ এসেছি তুমি কি দেখতে পাওনি ?
- ইয়ে মানে সরি স্যার
- তোমার হাতে কি ওটা
- কই স্যার কি ছু না তো
- বসো
- হুম
পরিচয় টা দিয়ে নেই আমি নুহা ইন্টার ফাস্ট ইয়ারে পড়ি। আর উনি আমাদের নাঈম স্যার
কলেজ শেষ করে বাসায় যাওয়ার পথে হঠাৎ সামনে এসে একটা গাড়ি দাঁড়ালো কিছু বুঝে উঠার আগেই আমাকে টেনে গাড়ির ভেতরে বসালো
- একি স্যার আপনি!!!
- হুম
- আমাকে এভাবে গাড়ীতে উঠালেন কেন গাড়ি থামান আমি নেমে যাব
- আরে যাবা তো একটু ওয়েট করো তোমাকে কি ছু বলার আছে
- কি বলবেন বলেন আমার কাছে সময় নেই
- নুহা আমি তোমাকে ভালোবাসি
- কিহহহ শুনতে পেলাম না
- আমি তোমাকে ভালোবাসি নুহা (চিৎকার করে)..
- আপনি কি বলছেন স্যার এসব মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার ??
- আমার সব ঠিক আছে। আমি তোমাকে বিয়ে করতে চাই
- নাহহহ স্যার আমাকে নামিয়ে দেন আমাকে বাসা যেতে হবে
- তোমার ফোন নাম্বার টা দাও তো
- কেন
- কথা বলবো দাও , না দিলে কিন্তু খুব খারাপ, হবে বলে দিলাম
- ওকে নেন
নাম্বার টা দিয়ে বাসা আসলাম। গোসল করে খেয়ে প্রাইভেট গেলাম ওখান থেকে বাসা আসতে সন্ধ্যা হয়ে যায় তো বাসায় আসলাম। আম্মু অনেক কিছু রান্না করছে খেয়ে রুমে গেলাম ফোন টা হাতে নিয়েই দেখি ১৯ টা Missed call হয়ে আছে আননোন নাম্বার থেকে তো আমি ফোন দিলাম ফোন রিসিভ করেই। পরের পর্ব আইডিতে পরার জন্য রিকুয়েস্ট দেন।
ওপাস থেকে সুন্দর কন্ঠে বললো
- আসসালামুয়ালাইকুম কেমন আছো??
- ওয়ালাইকুমুস সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, কে আপনি??
- কে আবার তোমার হবু স্বামী বলছি
আমার ইমু নাম্বার নিতে চাইলে আইডিটে রিকুয়েষ্ট দিয়ে মেসেজ দাও ???? তানিয়া আক্তার
লেখিকা রিসা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সংগৃহীত:
বিষয়: #রম্যগল্প #সাহিত্য #স্যার #হাসবেন্ড






#গল্প: দীর্ঘশ্বাস…
গল্পঃ_অনন্য জুনানী
প্রাইভেট পড়ানো
অভিমানে তুমি-গল্পের শেষ লাইন
পার্থক্য
“দাদী বলতো”
#তোমায়_হলো_পাওয়া
আমার অতীত
গল্প #মুগ্ধতা
বন্ধুর বউ 