শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

Somoy Channel
শনিবার ● ১১ মে ২০২৪
প্রথম পাতা » সাহিত্য রম্যগল্প » পার্থক্য
প্রথম পাতা » সাহিত্য রম্যগল্প » পার্থক্য
৪৮ বার পঠিত
শনিবার ● ১১ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্থক্য

পার্থক্যনারী পুরুষের মধ্যে অনেক গুলো বেসিক পার্থক্য আছে–তাঁর মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে যৌনতা–প্রায় সুস্থ্য পুরুষের যৌনতার চাহিদা 70-75 বয়স পর্যন্ত অনায়াশে থেকে–আর আকাঙ্ক্ষা তো থাকে মরার আগের দিনেও–কথাটা বিশ্রী শুনালেও আমি অনেক পুরুষের সাথে কথা বলে দেখেছি এটাই সত্য এটাই প্রকৃতি–সরি প্রমান করার ইচ্ছা নেই–তবে বুঝতে পারি নারীদের বয়স 50-55 পার হলেই তিনি এই চাহিদা আর দেখান না বা এর থেকে দূর হয়ে যান–এখন চিন্তা করে দেখেন সেই সব টাকাওয়ালা পুরুষেরা যাবে কোথায়–দরিদ্রেরা চিপাচাপায় গেলেও ধনীরা তো গোপনে খুঁজে বের করবেই–অর্থ ও ক্ষমতা থাকলে তো তাঁদের কাছেই ঝাপিয়ে পড়বে তরুনীরা হা হা হা–জীবনে এক সময়ে দরিদ্র থেকে অবৈধ ধনী হয়ে যাওয়া পুরুষের স্ত্রী সমস্যা প্রকট হয়–সেই পুরুষ ধনী হতে থাকার সময় স্ত্রীকে অনেক সম্পদ দিয়ে দেয়–স্ত্রীও এই সম্পদ পেয়ে নিজেকে কি হনু ভাবতে থাকে গাড়ি বাড়ি চাকর ড্রাইভার আয়া বুয়া সামলিয়ে তিনিও লেডিস ক্লাব গুলোতে নারীবাদীদের সাথে যুক্ত হতে থাকেন–অর্থে পার্লারে নিজের মুখমন্ডল সাজালেও নিন্মাংগের কোন খবর রাখেন না–ফলে যা হবার তাই ই হয় সেই ধনী স্বামী ঘরের ভেতর হাস্যমুখ থাকলেও ভেতরে বাইরে তাঁর থাকে বিরাট যৌনতার পরিকল্পনা–ঘরে এসে সে শুধু ঘুমায় আর সকালে উঠে অফিস ব্যবসায় যাবার সময়ে টাকা দিয়ে যায়–স্ত্রীর অর্থ চাহিদা যৌনহীনতা অভিযোগের পাহাড় বিশ্রী কর্কশ মুখের কথা সব মিলিয়ে 50-55 পার করা পুরুষেরা নিজদের আলাদা একটা গোপন জগতে নিয়ে যায়–যৌনতা পুরুষকে যেমন বাঁচিয়ে রাখে আবার ধরা পড়ার পরে জীবন্তলাশেও পরিনত করে–কথা হচ্ছে তাঁর স্ত্রী কি এটা বুঝে না বা ধরা খায় না জ্বি সব বুঝে ধরেও তবে আরো অধিক টাকা শেয়ার দিলে কিছু বলে না বা গোপন রাখে–উদাহরণ চাইলে অনেক দিতে পারবো–তবে যারা আমার এই লেখা পড়ছেন আমার কথা মিলিয়ে দেখতে পারেন!•



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)