শনিবার ● ৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রযুক্তি » এগারোটি আলাদা রঙে দেখা মিলল সূর্যের
এগারোটি আলাদা রঙে দেখা মিলল সূর্যের
এগারোটি আলাদা আলাদা রঙে দেখা মিলল সূর্যের। সূর্যকে এত রূপে কেউ দেখেনি সম্ভবত। আর তা সম্ভব হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) কল্যাণে। সূর্যের ছবি তুলে পাঠাল আদিত্য এলওয়ানের টেলিস্কোপ।
সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ তাক করা আছে সূর্যের ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ারে। আর সেখান থেকেই সূর্যের নানা রঙের ছবি তুলে আনল ইসরো।
ইসরো জানিয়েছে, সৌরযান আদিত্য এলওয়ানের সঙ্গে রয়েছে এ সুট টেলিস্কোপ। গত ২০ নভেম্বর সুটের পাওয়ার অন করা হয়। ৬ ডিসেম্বর প্রথম ছবি তোলে সুট। ১১ ধরনের ফিল্টার ব্যবহার করে ছবি তুলেছে আদিত্যর টেলিস্কোপ।
সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপের ক্যামেরায় সূর্যের বিভিন্ন রূপ ধরা পড়েছে। এ উচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপের পাঠানো ছবি ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের বিভিন্নভাবে সাহায্য করবে। বিশেষ করে সূর্যের চুম্বকীয় বায়ুমণ্ডলের গতিবিধি বুঝতে এ ছবিগুলি সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে পৃথিবীর জলবায়ুর উপর সৌর বিকিরণের প্রভাবের ওপর নিয়ন্ত্রণ আনতেও সাহায্য করবে বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা।
প্রসঙ্গত, ইসরোর সৌরযান আদিত্য এল ওয়ানের সঙ্গে থাকা এ উচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপ সুট তৈরি করা হয়েছে পুনের ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সে। এ হাইটেক টেলিস্কোপ তৈরির কাজে সাহায্য করেছে ইসরো, দ্য মণিপাল একাডেমি অব হায়ার এডুকেশন, কলকাতা IISER-এর সেন্টার ফর এক্সিলেন্স ইন স্পেস সায়েন্স ইন্ডিয়ান, বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্স, উদয়পুরের সোলার অবজারভেটরি (ইউএসও-পিআরএল) এবং আসাম তেজপুর বিশ্ববিদ্যালয়।
বিষয়: #নির্বাচন ২০২৪






বাসযোগ্য আরেকটি ‘পৃথিবী’ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
আইসিটি সেক্টরে ১.৫ মিলিয়ন (১৫ লাখ) চাকরির সুযোগ: পলক
হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের গ্লোবাল রাউন্ডে অংশ নিতে চীনে বাংলাদেশ দল
সহজ উপায়ে স্মার্টফোনের স্টোরেজ খালি করার উপায়
হুয়াওয়ের ক্লাউড সেবা ব্যবহার করবে উৎকর্ষ
রুয়েট ও আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট
নেটওয়ার্ক আধুনিকায়নের লক্ষ্যে বাংলালিংক ও হুয়াওয়ের চুক্তি
হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের এশিয়া প্যাসিফিক পর্বে তৃতীয় রুয়েট
বৃহস্পতিবার রাতে একঘন্টা বন্ধ থাকবে ইন্টারনেট
কেন উধাও হচ্ছে টুইটার অ্যাকাউন্ট? 