মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » সিলেট » অর্থ লোপাট নিয়ে সিপিডির তথ্য আজগুবি : ড. মোমেন
অর্থ লোপাট নিয়ে সিপিডির তথ্য আজগুবি : ড. মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিপিডিতে অনেক রাশান অর্থনীতিবিদ আছেন যারা দেশের অর্থ লোপাট নিয়ে বাহবা পাওয়ার জন্য ঘরে বসে অংক কষে আজগুবি তথ্য দিয়েছে।
ওরা একেক সময় একেক ধরণের গল্প বলে এবং ছড়ায় উল্লেখ করে তিনি বলেন দেশটাকে ধ্বংসের জন্য উনারা কিছু কাজ করেন। তবে তাদের কাছে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ হিসাব থাকলে সরকার সেটা গ্রহন করবে।
আজ মঙলবার সকালে সিলেট নগরীর আম্বরখানায় নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিপিডির প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, রাশিয়ার মতো বড় দেশের উনিশ টুকরো হয়ে যাওয়ার পেছনে তাদের অর্থনীতিবিদরা দায়ী।
এসময়, গার্মেন্টস কর্মীদের ২৩ হাজার টাকা মজুরি দাবির প্রসঙ্গ এনে সিপিডির সমালোচনা করে বলেন; তাদের দাবি বাস্তবায়ন হলে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে।
নির্বাচনের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, ভোটারদের নিরাপত্তা থাকবে শতভাগ। কোন ভয়-আতংক নেই। যারা ভোট বর্জনের কথা বলছে তাদের পরিমাণ নগন্য। তারা শুধু টেলিভিশনে আর মিডিয়াতে। আর কোথাও তারা নাই।
বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কিছু লোক প্রপাগাণ্ডা ছড়াচ্ছে, কয়দিন পরপর প্রপাগাণ্ডা শোনেন। একেকটা কাহিনি কয়দিন পরে পরে বের হয়। এগুলো একেবারে ভুয়া। এসব নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।’
পরে পররাষ্ট্রমন্ত্রী সিলেট জেলা প্রেসক্লাবে মতবিনিময় সভায় অংশ নেন।
বিষয়: #নির্বাচন ২০২৪






সিলেটে প্রথম ধাপে নির্বাচিত ১১ উপজেলার জনপ্রতিনিধিদের শপথগ্রহণ
হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদ শুভেচ্ছা
কদমতলী হযরত দরিয়া শাহ্ (রহ.) দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের পুরস্কার বিতরণ সম্পন্ন
সিলেটে বজ্রপাতে প্রাণ গেল ব্যবসায়ীর
বিয়ানীবাজারে আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী (রহ.) ট্রাষ্ট’র রামাদ্বানের খাদ্য সামগ্রী বিতরণ
সিলেটে কন্ট্রোলরুমে ঢুকে প্রকৌশলীকে পে ঠা লে ন কাউন্সিলর!
পেট থেকে ২৫ ইঞ্চি দীর্ঘ কুঁচিয়া মাছ অস্ত্রোপচারে জ্যান্ত উ দ্ধার!
সুনামগঞ্জে হত্যা মামলায় ২ আসামীর যাবজ্জীবন
আম্বরখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক আহত, আটক ৪
ফুটপাতের বদলে সিলেটের হকাররা পেলেন নতুন ঠিকানা 