শিরোনাম:
ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » আম্বরখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক আহত, আটক ৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » আম্বরখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক আহত, আটক ৪
১৩১ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আম্বরখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক আহত, আটক ৪

আম্বরখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক আহত, আটক ৪নগরীর আম্বরখানায় গতকাল বুধবার সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের কারণে আহত হয়েছেন দুই সাংবাদিকসহ তিনজন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আহতরা হলেন- এখন টেলিভিশনের সিলেট ব্যুরো রিপোর্টার শাহ রাকিবুল হাসান রাফি, চিত্রগ্রাহক অনিল কুমার পাল ও ড্রাইভার রুহেল আহমেদ। রাফি এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য।

আটককৃত চারজন হচ্ছেন- সুনামগঞ্জের ধর্মপাশার মোহাম্মদ আলীর ছেলে রুকেল (৩৫), দিরাই’র ফারুক আহমদের ছেলে রাজু আহমদ (৩৪), সদরের আব্দুল্লাহর ছেলে শাহীন মিয়া (২৬) ও সিলেটের টুকের বাজারের নাসির উদ্দিনের ছেলে জসীম উদ্দিন (২৬)। তারা সবাই সিএনজি অটোরিকশা চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার বিকেল তিনটার দিকে ইফতারের সংবাদের তথ্য ও চিত্র ধারণের জন্য আম্বরখানা পয়েন্টে যান রাফি ও ক্যামেরাপার্সন অনিল। এখন টেলিভিশনের গাড়ি সেখানে রাখলে গাড়ি সরানোর জন্য তাগাদা দেয় সেখানে থাকা সিএনজি অটোরিকশা চালকরা। তখন এর প্রতিবাদ করতে গেলে রাফি সহ তার সহকর্মীদের ওপর হামলে পড়েন বেশ কয়েকজন সিএনজি চালক। এসময় বাম হাতে গুরুতর আঘাত পান রাফি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় চারজনকে আটক করে পুলিশ।

হামলায় আহত রাফি বলেন, হামলায় আমার বাম হাতের একটি আঙ্গুলে গুরুতর আঘাত পেয়েছি। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছি।
এব্যাপারে সিলেট মহানগর পুলিশের কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত এব্যাপারে কোনো অভিযোগ আসেনি। আটককৃতরা থানায় রয়েছেন। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো।

এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি। একইসাথে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানায় সংগঠনটি। সন্ধ্যায় এক বার্তায় সংগঠনের সভাপতি ইমরান ইমন ও সাধারণ সম্পাদক লবীব আহমদ এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শাহ রাকিবুল হাসান রাফির ওপর অতর্কিত হামলা চালায় সেখানে জুড়ে থাকা অবৈধ সিএনজি স্ট্যান্ডের চালকেরা। যে বা যারাই ঘৃণ্যতম এই হামলার সাথে জড়িত রয়েছে, তাদের সকলকেই অতি দ্রুত গ্রেফতার করে আইনানুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি তাদের।
*সিলেটের ডাক



বিষয়: #  #  #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)