শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১

Somoy Channel
সোমবার ● ২৭ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
প্রথম পাতা » প্রধান সংবাদ » মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
১০৬ বার পঠিত
সোমবার ● ২৭ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া

মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়াগত বছরের নভেম্বরে তিনবারের প্রচেষ্টায় উত্তর কোরিয়া তাদের প্রথম গুপ্তচর উপগ্রহ স্থাপন করে। এবারে তারা ২৭ মে থেকে ৪ জুনের মধ্যে মধ্যে একটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনার বিষয়ে জাপানকে অবহিত করেছে।

জাপানের কোস্টগার্ড বলেছে, রবিবার মধ্যরাত থেকে সোমবার পর্যন্ত আট দিনের উৎক্ষেপণ প্রক্রিয়া শুরু হয়েছে।

উত্তর কোরিয়া জানায়, কোরীয় উপদ্বীপ ও ফিলিপাইনের লুজন দ্বীপপুঞ্জের আশপাশে তিনটি বিপজ্জনক অঞ্চল রয়েছে, যেখানে স্যাটেলাইট বহনকারী রকেটের ধ্বংসাবশেষ পড়তে পারে।

পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের ত্রি-পক্ষীয় শীর্ষ সম্মেলনের আগে উত্তর কোরিয়া স্যাটেলাইট প্রেরণের তথ্য জানাল।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা ফোনকলে আলোচনা সেরেছেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট উৎক্ষেপণ জাতিসংঘের রেজল্যুশনের লঙ্ঘন। তারা পরিকল্পনাটি স্থগিত করার জন্য পিয়ংইয়ংকে আহ্বান জানিয়েছে।

পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া গত বছরের নভেম্বরে তাদের প্রথম নজরদারি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করে। এর আগে তাদের দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)