মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » শিরোনাম » নোবেলজয়ী নার্গিসকে আরও ১৫ মাসের কারাদণ্ড দিল ইরান
নোবেলজয়ী নার্গিসকে আরও ১৫ মাসের কারাদণ্ড দিল ইরান
গত বছর শান্তিতে নোবেলজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে আরও ১৫ মাসের জেল দিয়েছেন দেশটির একটি আদালত। বিভিন্ন অভিযোগে সাজাপ্রাপ্ত হয়ে নার্গিস মোহাম্মদি এরই মধ্যে ১২ বছর কারাভোগ করেছেন। নতুন এ সাজার কারণে তাকে আরও ১৫ মাস কারাবন্দি থাকতে হবে। একই সঙ্গে তার ওপর আরো বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছেন আদালত।
১৬ জানুয়ারি, মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
নার্গিস মোহাম্মদির বিরুদ্ধে ইরানের নামে অপপ্রচার ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। কারাগারে থাকার সময়ই এ অপপ্রচার চালিয়েছেন বলে অভিযোগ ইরান সরকারের।
নতুন করে দেয়া এ সাজার সমালোচনা করেছে নার্গিসের পরিবার। তারা জানিয়েছেন, ২০২১ সালের মার্চের পর থেকে এ নিয়ে নার্গিস মোহাম্মদীর বিরুদ্ধে পাঁচবার দণ্ডাদেশ দেয়া হলো।
কয়েক দশক ধরে মানবাধিকার রক্ষায় কাজ করছেন নার্গিস মোহাম্মদি। এসব কাজের জন্য গত দুই দশকে তাকে বেশ কয়েকবার কারাগারে যেতে হয়েছে। মোট ১৩ বার আটক হয়েছেন তিনি। নার্গিস মোহাম্মদিকে মোট ৩১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
অতিরিক্ত মাস কারাগারের থাকার পাশাপাশি, নতুন সাজায় মোহাম্মদিকে তেহরানের বাইরে দুই বছর নির্বাসনে থাকার আদেশ দেন আদালত। ফলে তাঁকে এখন কুখ্যাত এভিন কারাগার থেকে সরিয়ে নেওয়া হবে। যেখানে তিনি বর্তমানে বন্দি রয়েছেন। রায়ে আরো বলা হয়েছে, সাজা কাটানোর পর মোহাম্মদি দুই বছরের জন্য বিদেশ ভ্রমণ করতে পারবে না। পাশাপাশি একই সময়কালের জন্য রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর সদস্যপদ এবং মোবাইল ফোন রাখা তাঁর নিষিদ্ধ।
৫১ বছর বয়সী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই করায় তিনি সম্মানজনক এ পুরস্কার পান।
বিষয়: #ইরান #কারাদণ্ড #নার্গিস #নোবেলজয়ী






সাতক্ষীরায় দেড় হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ
রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি জব্দের নির্দেশ
কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বাহুবল উপজেলা চেয়ারম্যান বিজয়ী আনোয়ার, ভাইস চেয়ারম্যান কামরুল ও মহিলা ভাইস চেয়ারম্যান রীতা
গরিব-দুঃখী মানুষের আস্থার ঠিকানা শেখ হাসিনা: নানক 