মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » বাংলাদেশ » পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি
পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চারদিনের সফরে পাবনা পৌঁছেছেন। ১৬ জানুয়ারি, মঙ্গলবার দুপুর ২টা ৯ মিনিটে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে তিনি পাবনার ঈশ্বরদী এয়ারপোর্টে অবতরণ করেন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন।
রাষ্ট্রপতিকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহরিয়ার আলম, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসী অভ্যর্থনা জানান।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘হেলিকপ্টার থেকে নামার পর মহামান্য রাষ্ট্রপতি সড়ক পথে পাবনা সার্কিট হাউজের দিকে রওনা দিয়েছেন। সার্কিট হাউজে উপস্থিত হওয়ার পর তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।’
চারদিনের এই সফরে তিনি পাবনার স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে রাষ্ট্রপতি কার্যালয়ের প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ১৫ জানুয়ারি, সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সেদিনের যাত্রা স্থগিত করা হয়।
বিষয়: #পাবনা #রাষ্ট্রপতি






আবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১০ ঘণ্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক
গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে হত্যা
চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ভাতা বাবদ টাকা নিলে ব্যবস্থা নেওয়া হবে
সমবায় কৃষি নিশ্চিত হলে খাদ্য শঙ্কট হবে না: প্রধানমন্ত্রী
দেশের বিভিন্ন স্থানে ঝড়সহ শিলাবৃষ্টির আশঙ্কা
সারাদেশে ঈদের প্রধান প্রধান জামাতের স্থান ও সময়সূচি
চাঁদ দেখা গেছে, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট 