শনিবার ● ১৮ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » শিরোনাম » পুলিশও মানুষ, তারও মানবাধিকার আছে: প্রধান বিচারপতি
পুলিশও মানুষ, তারও মানবাধিকার আছে: প্রধান বিচারপতি
ডেস্ক রিপোর্ট: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রাজনীতি-বিদদের একে অপরের প্রতি সহনশীল থাকার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধান বিচারপতি বলেন, রাজনীতিতে মতভেদ থাকতেই পারে। তবে রাজনীতিবিদরা পরস্পরের প্রতি শ্রদ্ধা না থাকলে ভবিষ্যত প্রজন্ম ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ সময় তিনি মানবাধিকারকর্মীদের উদ্দেশে বলেন, রাজনৈতিক নেতার যেমন মানবাধিকার আছে, রাজনৈতিক কর্মীর যেমন মানবাধিকার আছে, যিনি রাস্তায় আন্দোলন করবেন তারও মানবাধিকার আছে। যে পুলিশ দায়িত্ব পালন করছেন—তারও কিন্তু মানবাধিকার আছে। সেও একটি মানুষ; এই বিষয়টি আমরা মনে হয়, গুলিয়ে ফেলি।
তিনি আরও বলেন, একজন মানুষ, অবশ্যই সংবিধান তাকে নিশ্চয়তা দিয়েছে, রাস্তায় তিনি আন্দোলন করবেন, মিছিল করবেন, সবই করবেন। অতিরিক্ত বল প্রয়োগ তিনিও যদি করেন পুলিশের ওপর, আর পুলিশ যদি অতিরিক্ত বল প্রয়োগ করে; দুটিই কিন্তু অপরাধ। দুটিই কিন্তু মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে যায়।
ওবায়দুল হাসান আরও বলেন, সম্প্রতি কিছু ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, সেখানে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
বিষয়: # #পুলিশ #বিচারপতি






সাতক্ষীরায় দেড় হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ
রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি জব্দের নির্দেশ
কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বাহুবল উপজেলা চেয়ারম্যান বিজয়ী আনোয়ার, ভাইস চেয়ারম্যান কামরুল ও মহিলা ভাইস চেয়ারম্যান রীতা
গরিব-দুঃখী মানুষের আস্থার ঠিকানা শেখ হাসিনা: নানক 