শুক্রবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » হবিগঞ্জ » নবীগঞ্জে শাখা বরাক নদীতে দুষন প্রতিরোধে মতবিনিময় সভা
নবীগঞ্জে শাখা বরাক নদীতে দুষন প্রতিরোধে মতবিনিময় সভা
নবীগঞ্জ প্রতিনিধি॥ নবীগঞ্জের প্রাচীন এককালের বহমান ঐতিহ্যবাহী শাখা বরাক নদীতে চলমান দুষন প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভা গতকাল
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে নবীগঞ্জ শহীদ সাবাজ আলী সড়কস্থ গণকবরের সামনে অনুষ্টিত হয়েছে। নবীগঞ্জ রিভার উইংসের আহবানে সংগঠনের আহবায়ক অধ্যক্ষ তনুজ রায়ের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাবেক অধ্যক্ষ ফয়জুর রব পনির পরিচালনায় এতে উপস্থিত হয়ে নবীগঞ্জের সুশীল সমাজসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় মতামতসহ দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন, সমাজকর্মী মোঃ আব্দুল আহাদ সাদী, ডাঃ এটিএম জাফর ইকবাল রতন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ শামীম আহমদ চৌধুরী, শিক্ষক মধুসুধন ভট্টাচার্য্য, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, ব্যাংক কর্মকর্তা শুভাশীষ চক্রবর্ত্তী, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, সার্কেলের সিইও সাইফুর রহমান খান, উপজেলা স্কুলের অধ্যক্ষ কাঞ্চন বনিক, সমাজকর্মী আহমদ জাকারিয়া অপু, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল হোসেন বেলাল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সাবেক সাধারন সম্পাদক সলিল বরন দাশ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, ছাত্রনেতা অলিউর রহমান, আনন্দ নিকেতনের সভাপতি দীপংকর ভট্টাচার্য্য দেবুল, একতারা সাধারন সম্পাদক সাহেল আহমদ, অধ্যক্ষ নজির আহমদ, প্রভাষক জন্টু দেব, সমাজকর্মী সাইফুল ইসলাম পারভেজ, রিভার উইংসের অর্থ সম্পাদক অরুনাভ বনিক পলাশ, সাংবাদিক মোঃ আবু তালেব, সাংবাদিক নাবেদ মিয়া, নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক অঞ্জন রায়, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আবিদ তালুকদার, মৌলানা সাদী, মিটন রবিদাস, ইকবাল ছোবান, ইউনাইটেড নবীগঞ্জের সদস্য সবুজ আহমদ, হাবিবুর রহমান, হেলাল মিয়া, একমুটো হাসির জাবেদুর রহমান, সাংস্কৃতিক কর্মী গোপাল সুত্রধর, ইসলাম ইফতি, সাংবাদিক আলাল মিয়া, দৈনিক সময় পত্রিকার স্টাফ রিপোর্টার জাবেদ তালুকদার, রবিন আহমেদ সেজু আরো অনেকেই।
মতবিনিময় সভায় নবীগঞ্জের সকল শ্রেণীপেশার মানুষ নবীগঞ্জের প্রাচীনতম এক কালের বহমান খরস্রােতা ঐতিহ্যবাহী শাখা বরাক নদীকে চলামান দুষনমুক্ত করতে একমত পোষন করেন এবং সকল আন্দোলনে সক্রিয় ভুমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, সভায় আগামী ২৪শে ফেব্রুয়ারী শনিবার বিকালে নবীগঞ্জের শাখা বরাকের তীর ঘেষে পদযাত্রাসহ নবীগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসুচীর সিদ্ধান্ত নেওয়া।
বিষয়: #নির্বাচন ২০২৪






“আজমিরীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১২০ লিটার চোলাই মদ, ১০০ লিটার চোলাই মদ উপকরণ জাওয়াসহ ০১ মাদক ব্যবসায়ী আটক”
নবীগঞ্জ উপজেলা নির্বাচন শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন। চেয়ারম্যান শেফু, ভাইস চেয়ারম্যান সাইফুল ও কাকলী বিজয়ী
বাহুবল উপজেলা চেয়ারম্যান বিজয়ী আনোয়ার, ভাইস চেয়ারম্যান কামরুল ও মহিলা ভাইস চেয়ারম্যান রীতা
হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে পা হারালেন যুবক
নবীগঞ্জে ৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৫ জনই আওয়ামীগের কার গলায় পড়ানো হবে বিজয়ের মালা?
বানিয়াচংয়ে টমটমের সিরিয়াল নিয়ে সংঘর্ষে নিহত ৪, আহত অর্ধশত
ইকবাল-সুমন- বিউটির জয় - হবিগঞ্জের বানিয়াচংয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন।।
হবিগঞ্জের মাতৃমঙ্গলের আয়া চন্দনা রাণী সরকারের সিজার বানিজ্যে অর্ধ লক্ষ টাকা আয়-!
নবীগঞ্জের বিশিষ্ট বাউল লেবু মিয়ার স্বরণে মিলাদ মাহফিল কবর জিয়ারত
হবিগঞ্জের নবীগঞ্জে ১টি বসত ঘরে আগুন! অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি 