শনিবার ● ২ মার্চ ২০২৪
প্রথম পাতা » বাংলাদেশ » রাজধানীর গাউসুল আজম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর গাউসুল আজম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত গাউসুল আজম মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
২ মার্চ, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মার্কেটের একটি দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়।
পলাশী ফায়ার স্টেশনের ইন-চার্জ মোহাম্মদর জিসান রহমান বলেন, দোকানটিতে আগুন নিয়ন্ত্রণের নিজস্ব ব্যবস্থাপনা থাকায় আমরা পৌঁছানোর আগেই তারা অর্ধেক আগুন নিভিয়ে ফেলেছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, আগুনে সাইন প্লাস নামের দোকানটিতে প্রায় এক লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল বলে জানিয়েছিলেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
বিষয়: #নির্বাচন ২০২৪






আবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১০ ঘণ্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক
গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে হত্যা
চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ভাতা বাবদ টাকা নিলে ব্যবস্থা নেওয়া হবে
সমবায় কৃষি নিশ্চিত হলে খাদ্য শঙ্কট হবে না: প্রধানমন্ত্রী
দেশের বিভিন্ন স্থানে ঝড়সহ শিলাবৃষ্টির আশঙ্কা
সারাদেশে ঈদের প্রধান প্রধান জামাতের স্থান ও সময়সূচি
চাঁদ দেখা গেছে, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট 