

বৃহস্পতিবার ● ২১ মার্চ ২০২৪
প্রথম পাতা » সম্পাদকের পছন্দ » প্রধানমন্ত্রীর সঙ্গে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান আলেয়া আক্তার।
আজ বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তিনি তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সভাপতি ও আলেয়া আক্তার এর স্বামী অ্যাডভোকেট মোঃ আবু জাহির উপস্থিত ছিলেন।
যোগাযোগ করা হলে আলেয়া আক্তার বলেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর দোয়া নিতে পেরে মনে অন্যরকম ভাললাগা কাজ করছে।
আমি জেলার সকল জনপ্রতিনিধির সহযোগিতা নিয়ে শেখ হাসিনার প্রত্যেকটি উন্নয়ন প্রকল্প যেন ফলপ্রসু হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখে দায়িত্ব পালন করব।’
বিষয়: #উন্নয়ন #প্রকল্প #শেখ #হাসিনা