সোমবার ● ১ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » হবিগঞ্জ » যুক্তরাজ্য গমন উপলক্ষে সাংবাদিক ফাহদীকে বানিয়াচং প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা।।
যুক্তরাজ্য গমন উপলক্ষে সাংবাদিক ফাহদীকে বানিয়াচং প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা।।
নিজস্ব প্রতিনিধি:-
যুক্তরাষ্ট্র গমণ উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচং প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক ফাহাদীকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ)রাত ১০ টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়েছে।
এসময় প্রেসকাবের পক্ষ হতে সাংবাদিক ফাহাদীর হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে সহকর্মী ফাহাদীর প্রবাস জীবন যেন সুন্দর ও সুখের হয় এমন সফলতা কামনা করে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
বিদায়ী সাংবাদিক শেখ জওহর হোসেন ফাহাদী বলেন, আমাকে এত সুন্দর একটা আয়োজনের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা প্রদানের জন্য আমি বানিয়াচং প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে আজীবন চিরকৃতজ্ঞ থাকবো।
আমি যেনো দেশও জাতির জন্য কল্যাণময় কিছু করতে পারি সেজন্য তিনি সকলের নিকট দোয়ার আহবান জানান।
বিদায় সংবার্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক সাহিদুুর রহমান, আক্তার হোসেন আলহাদী, সুজন মিয়া, আলমগীর রেজা, মাওলানা শেখ বশির আহমেদ।
অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক সিনিয়র সাংবাদিক আকিকুর রহমান রুমন,দেওয়ান সাইফুর রাজা সুমন,শাহসুমন,খাইরুর ইসলাম রুহেল, মুমিন আহমেদ, ছাব্বির আহমেদ প্রমুখ।
বিষয়: #উপলক্ষ #গমন #যুক্তরাজ্য #সাংবাদিক






“আজমিরীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১২০ লিটার চোলাই মদ, ১০০ লিটার চোলাই মদ উপকরণ জাওয়াসহ ০১ মাদক ব্যবসায়ী আটক”
নবীগঞ্জ উপজেলা নির্বাচন শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন। চেয়ারম্যান শেফু, ভাইস চেয়ারম্যান সাইফুল ও কাকলী বিজয়ী
বাহুবল উপজেলা চেয়ারম্যান বিজয়ী আনোয়ার, ভাইস চেয়ারম্যান কামরুল ও মহিলা ভাইস চেয়ারম্যান রীতা
হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে পা হারালেন যুবক
নবীগঞ্জে ৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৫ জনই আওয়ামীগের কার গলায় পড়ানো হবে বিজয়ের মালা?
বানিয়াচংয়ে টমটমের সিরিয়াল নিয়ে সংঘর্ষে নিহত ৪, আহত অর্ধশত
ইকবাল-সুমন- বিউটির জয় - হবিগঞ্জের বানিয়াচংয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন।।
হবিগঞ্জের মাতৃমঙ্গলের আয়া চন্দনা রাণী সরকারের সিজার বানিজ্যে অর্ধ লক্ষ টাকা আয়-!
নবীগঞ্জের বিশিষ্ট বাউল লেবু মিয়ার স্বরণে মিলাদ মাহফিল কবর জিয়ারত
হবিগঞ্জের নবীগঞ্জে ১টি বসত ঘরে আগুন! অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি 