শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

Somoy Channel
বৃহস্পতিবার ● ২৩ মে ২০২৪
প্রথম পাতা » সর্বশেষ » চাঁদপুরে কৃষি ব্যাংকের কক্ষ থেকে নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ
প্রথম পাতা » সর্বশেষ » চাঁদপুরে কৃষি ব্যাংকের কক্ষ থেকে নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ
১১২ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৩ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাঁদপুরে কৃষি ব্যাংকের কক্ষ থেকে নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ

চাঁদপুরে কৃষি ব্যাংকের কক্ষ থেকে নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহচাঁদপুর কৃষি ব্যাংকের এক কক্ষ থেকে রাশেদ হোসেন (৩৫) নামে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ মে) শহরের পুরানবাজারে বাতাসাপট্টিতে ওই ব্যাংকের দ্বিতীয় তলার শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বিষয়টি জানিয়েছেন। রাশেদ হোসেন ওই ব্যাংকের নৈশপ্রহরীর কাজ করতেন। তিনি হাজীগঞ্জ এনায়েতপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুর রব মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাশেদ ওই ব্যাংকের এক কক্ষে ঘুমাতেন। সকালে ঝাড়ুদার লক্ষণ কৃষি ব্যাংকের দরজা খোলা দেখতে পেয়ে রুমের ভেতরে প্রবেশ করে রাশেদ হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি ব্যাংক থেকে নিচে এসে স্থানীয় ব্যবসায়ীদের বিষয়টি জানান। পরে কৃষি ব্যাংক ম্যানেজার যুগেন্দ্র চন্দ্র পাল ব্যাংকে এসে পুলিশকে খবর দেয়।

পুলিশ জানায়, রাশেদ মৃত্যুর আগে কাগজে এক চিরকুট লিখে রেখে গেছেন। সেখানে তার বাবাকে উদ্দেশ্যে করে লিখেছেন ‘তোমার সম্পত্তির ভাগ নিয়ে আর চিন্তা করতে হবে না। আমার কাছ থেকে লোকজন এক হাজার ৬০০ টাকা পাবে, সে টাকা পরিশোধ করবে। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এ নিয়ে কোনো জটিলতা করবে না।’

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তারপরেও ঘটনাটা আত্মহত্যা নাকি হত্যা তা পুলিশ খতিছে দেখছে। এ নিয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)