বৃহস্পতিবার ● ২৩ মে ২০২৪
প্রথম পাতা » স্বাস্থ্য » ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩১
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩১
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এসময়ে আরও ৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
২৩ মে, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চারজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।
২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট দুই হাজার ৫৫০ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ২৩ মে পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ৭১৪ জন। এরমধ্যে ১ হাজার ৬৩২ জন পুরুষ এবং ১ হাজার ৮২ জন নারী।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৩৩ জন। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ১৯ জন নারী।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
বিষয়: #আক্রান্ত #ডেঙ্গু






দেশে প্রতিদিন পরোক্ষ ধূমপানের শিকার ৩ কোটি ৮৪ লাখ মানুষ
জলবায়ুর অভিঘাত মোকাবিলায় ৩০০ মিলিয়ন ইউরো ঋণ দিবে ফ্রান্স
চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
৫ ইউনিটের প্রচেষ্টায় শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
২০৩০ সালের মধ্যে সবার স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
মারা গেলেন মরণোত্তর কিডনি নেওয়া সেই শামীমা
ডেঙ্গুতে আরও ১৪ রোগী হাসপাতালে
স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়ালেন ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা 