শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

Somoy Channel
শুক্রবার ● ২৪ মে ২০২৪
প্রথম পাতা » রাজধানী » যাত্রাবাড়ী থেকে চার মামলার পলাতক আসামি গ্রেফতার
প্রথম পাতা » রাজধানী » যাত্রাবাড়ী থেকে চার মামলার পলাতক আসামি গ্রেফতার
১৫৮ বার পঠিত
শুক্রবার ● ২৪ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যাত্রাবাড়ী থেকে চার মামলার পলাতক আসামি গ্রেফতার

যাত্রাবাড়ী থেকে চার মামলার পলাতক আসামি গ্রেফতারমাদক মামলায় সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরিফুল ইসলাম বাবু (২৯) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

২৪ মে, শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউ এর পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল।

এর আগে বৃহস্পতিবার (২৩ মে) রাতে তাকে যাত্রাবাড়ীর কাজলা থেকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, যাত্রাবাড়ি কাজলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার নামে ৪টি মাদক মামলা রয়েছে। সেই সব মামলায় সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বাবু।

এটিইউ জানায়, ২০১৮ সালে চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় একটি মাদক মামলায় বিচারিক কার্যক্রম শেষে আদালত ২০২৩ সালে তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। অনাদায়ে সাথে ৫ হাজার টাকা জরিমানাও করেন। ২০১৯ সালে একই থানায় অপর মামলায় আদালত ২০২৪ সালে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়াও উত্তর মতলব থানায় হওয়া আরও ২টি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন বাবু।

এটিইউ বলেছে, আরিফুল ইসলাম বাবু দীর্ঘ দিন ধরে ঢাকা এবং নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গ্রেফতারকৃত আরিফুল ইসলাম বাবুর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলায়।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)