মঙ্গলবার ● ২৮ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » রাজশাহীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১
রাজশাহীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১
রাজশাহীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র কারবারি রায়হাতুল সালমান রাজ (১৯) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
২৭ নভেম্বর, সোমবার সন্ধ্যার দিকে মহানগরীর চন্দ্রিমা থানাধীন খরখড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় আরো ৪ জন পালিয়ে যায়।
গ্রেফতারকৃত রাজ রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার হাট কানপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। পলাতকরা হলেন, একই উপজেলার খিদ্র খলসী গ্রামের লুৎফরের ছেলে মাইনুল ইসলাম (৩২), গগনবাড়িয়া গ্রামের রফিকুলের ছেলে জনি (৩৬), বাজু খলসী সাজিপাড়ার আইয়ুব আলী ও রফিকুল ইসলাম (৫৫)।
র্যাব-৫ জানায়, রাজশাহীর একটি অভিযানিক সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে মহানগরীর চন্দ্রিমা থানাধীন খরখড়ী নামক স্থানের মেসার্স এন.বি ফিলিং স্টেশন এর অপর পাশে রাজশাহী টু ঢাকা বাইপাস সড়কের পাশে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলেই রায়হাতুল সালমান রাজকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করে। সেই সময় ঘটনাস্থল থেকে অন্য চার আসামি কৌশলে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাজ আসামিদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অস্ত্রের ব্যবসা করার কথা স্বীকার করেন বলে র্যাব জানায়। তাদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়: #পিস্তল #বিদেশি #রাজশাহী






আবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১০ ঘণ্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক
গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে হত্যা
চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ভাতা বাবদ টাকা নিলে ব্যবস্থা নেওয়া হবে
সমবায় কৃষি নিশ্চিত হলে খাদ্য শঙ্কট হবে না: প্রধানমন্ত্রী
দেশের বিভিন্ন স্থানে ঝড়সহ শিলাবৃষ্টির আশঙ্কা
সারাদেশে ঈদের প্রধান প্রধান জামাতের স্থান ও সময়সূচি
চাঁদ দেখা গেছে, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট 