বৃহস্পতিবার ● ৩০ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটের ৬ আসন থেকে মনোনয়ন জমা দিলেন ৪৭ জন
সিলেটের ৬ আসন থেকে মনোনয়ন জমা দিলেন ৪৭ জন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে সিলেটের ৬টি আসন থেকে ৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টা পর্যন্ত তারা মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিল করা দলগুলো হচ্ছে- আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, জাকের পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক জোট, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ মুসলিম লীগ।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র সিলেটভিউ-কে জানায়, সিলেটের ৬টি আসন থেকে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ৬ জন, জাতীয় পার্টির ৫ জন, তৃণমূল বিএনপি ৬ জন, ইসলামী ঐক্যজোটের ৪ জন, ন্যাশনাল পিপলস পার্টির ৩ জন, বাংলাদেশ কংগ্রেসের ৩ জন, জাকের পার্টির ৩ জন, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের ২ জন, গণফোরামের ১ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ১ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১ জন, বাংলাদেশ মুসলিম লীগের ১ জন এবং স্বতন্ত্র ১১ জন।
তবে সিলেটের ৬টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন অর্ধশতাধিক নেতা। সিলেটভিউ
বিষয়: #নির্বাচন ২০২৪






রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
মেট্রোরেল চলাচল স্বাভাবিক 