

সোমবার ● ৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » কবিতা » পৃথিবীটা এক রঙ্গমঞ্চ
পৃথিবীটা এক রঙ্গমঞ্চ
কলমে - সৈয়দ মোহাম্মদ ইসমাঈল
পৃথিবীটা তো এক বিশাল রঙ্গমঞ্চ,
আর মানুষ তার অভিনেতা।
মানুষের মধ্যে আছে ধনী ও গরীব,
অভিনয় মানুষ করে সেথা।
সেথায় ধনীরা যখনই অহংকারী হয়,
অভিনয়ে মানবতা পড়ে যায় বাদ।
গরীবেরই ভাগে মানবতা থেকে যায়,
তাই কষ্টের মাঝে পায় তাঁরা স্বাদ।
অভিনয়ে পরের সুখে সুখী হয় যাঁরাই,
মানবতাই হয় তাঁদের হাতিয়ার।
পরের দুঃখ দেখে সুখী হওয়া মানুষেরা,
অহংকারী হয়েই হয় ছারখার।
বিষয়: #এক #পৃথিবী #রঙ্গমঞ্চ