

মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » কবিতা » কবিতা-আসছে নতুন
কবিতা-আসছে নতুন
কবিতা-আসছে নতুন
কলমে-নূরুন্নাহার
তেইশ তো শেষ চব্বিশ আসছে
নতুন বার্তা নিয়ে,
পুরাতন সব গ্লানি মুছে
সুখের পরশ দিয়ে।
আগের যতো রাগ অভিমান
আছে যতো স্মৃতি,
ভুলে গিয়ে নতুন করে
গাইবো কাব্য গীতি।
একই সাথে মিলে মিশে
ধনী গরিব রবে,
হাসি গানে উঠবো মেতে
একই সুরে সবে।
হিংসা বিদ্বেষ রেষারেষি
পুষবো না আর মনে,
মানুষ হয়ে মিশবো মোরা
সবাই সবার সনে।
নতুন বছর করছি শপথ
থাকবো না আর রাগে,
রক্ত মাংসের মানুষ সবাই
রইবো একই বাগে।
বিষয়: #আসছে #কবিতা #নতুন