বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ২৪ ঘণ্টায় সারাদেশে ১২ যানবাহনে আগুন, সর্বোচ্চ ঢাকায়
২৪ ঘণ্টায় সারাদেশে ১২ যানবাহনে আগুন, সর্বোচ্চ ঢাকায়
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা দশম দফা অবরোধের প্রথম ২৪ ঘন্টায় ( বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত) সারাদেশে ১২টি যানবাহনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা শহরে ৬টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া প্রধান (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, গাজীপুরে ২টি, চট্টগ্রামে ৩টি ও সিরাজগঞ্জে ১টি করে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১টি ট্রাক ও ৩টি পিকআপভ্যান ক্ষতিগ্রস্ত হয়।
এসব আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১টি ইউনিট ও ১০৫ জন কাজ করে বলেও জানান তিনি।
বিষয়: #নির্বাচন ২০২৪






রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
মেট্রোরেল চলাচল স্বাভাবিক 