শুক্রবার ● ৮ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইরাকে মার্কিন দূতাবাস এলাকায় রকেট হামলা
ইরাকে মার্কিন দূতাবাস এলাকায় রকেট হামলা
ইরাকের রাজধানী বাগদাদে ‘গ্রিন জোনে’ মার্কিন দূতাবাস ও আশপাশের এলাকায় রকেট হামলা হয়েছে। এটি ইরাকের নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত।
শুক্রবার ভোরের এ হামলায় কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মার্কিন ও ইরাকি সামরিক কমকর্তাদের ভাশ্য তুলে ধরে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সরকারি কর্মকর্তাদের আবাসন ও কূটনৈতিক ভবনের পাশে একাধিক রকেট পড়েছে।
ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ১৪টি কাতুশাহ রকেট ছোড়া হয়েছিল। মার্কিন দূতাবাসের ফটকের কাছে কয়েকটি রকেট পড়েছে। বাকিগুলো কাছাকাছি টাইগ্রিস নদীতে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাগদাদের কূটনৈতিক এলাকায় রকেট হামলা হতে দেখা যায়। শোনা যায় বিস্ফোরণের শব্দও।
অন্যদিকে মার্কিন দূতাবাস জানিয়েছে, বাগদাদে তাদের দূতাবাস প্রাঙ্গণে দুটি রকেট পড়েছে।
এ ঘটনার পর ওই এলাকার নিরাপত্তা জোরদার করেছে ইরাক সরকার। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি।
বিষয়: #নির্বাচন ২০২৪






রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
মেট্রোরেল চলাচল স্বাভাবিক 