শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » মহাকালী ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু
মহাকালী ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু
রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ মো. কামাল আবেদিন নামে ৩৯ বছর বয়সি আরও একজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে মারা যান। এ নিয়ে মারা গেলেন মোট পাঁচজন।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাত ৮টার দিকে মহাকালি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় ৮ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, মহাখালী বিস্ফোরনে আগুনের ঘটনায় মো. কামাল আবেদিন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরের দিকে মারা যান। তার শরীরে ১৫ শতাংশ দগ্ধ হয়েছিল, তার শ্বাসনালী পুড়ে গিয়ছিল। এ পর্যন্ত মোট ৫ জন মারা গেলেন। বর্তমানে ২ জন চিকিৎসাধীন রয়েছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক।
বিষয়: #নির্বাচন ২০২৪






রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
মেট্রোরেল চলাচল স্বাভাবিক 