সোমবার ● ১৩ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বিশ্ব » গাজার বড় দুই হাসপাতাল বন্ধ
গাজার বড় দুই হাসপাতাল বন্ধ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় দুটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। সর্বশেষ বন্ধ হয়ে যাওয়া ওই হাসপাতাল দুটি হচ্ছে আল শিফা ও আল কুদস হাসপাতাল।
এদিকে আল শিফা হাসপাতালে হামলায় ৩ জন নার্স নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। আর জ্বালানি ফুরিয়ে যাওয়ায় গাজার কামাল আদওয়ান হাসপাতালও বন্ধ হয়ে গেছে। শীঘ্রই জ্বালানি পাওয়া না গেলে হাসপাতালের জরুরী বিভাগে থাকা সকল রোগীর জীবনে শঙ্কটাপন্ন হয়ে পড়বে
সোমবার (১৩ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। তারা বলছে, গাজার দুটি বৃহত্তম হাসপাতাল- আল-শিফা এবং আল-কুদস হাসপাতাল উভয়ই বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি স্নাইপাররা আল-শিফা হাসপাতালের কাছে কাউকে দেখতে পেলেই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছে। হাসপাতালটির ভেতরে হাজার হাজার মানুষকে আটকে রেখেছে ইসরায়েল।
অন্যদিকে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় গাজার কামাল আদওয়ান হাসপাতালও বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে আল জাজিরা।
উত্তর গাজায় অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালের প্রধান আহমেদ আল-কাহলুত আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, হাসপাতালের প্রধান জেনারেটরের জ্বালানি শেষ হয়ে গেছে, এতে করে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছেন তারা।
রোগীদের পাশাপাশি এই হাসপাতালটিতে ৫ হাজারেরও বেশি বাস্তুচ্যুত মানুষ অবস্থান করছেন। তিনি বলেন, ইসরায়েলি বোমা হামলার আশঙ্কা থাকা সত্ত্বেও নিরাপত্তার অভাবে হাসপাতালে আশ্রয় নেওয়া মানুষদের কেউই গাজার দক্ষিণাঞ্চলে সরে যেতে পারছেন না।
বিষয়: # #গাজা #হাসপাতাল






ফ্রান্সে ছুরিকাঘাতে আহত ৪
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
ভিয়েতনামে বহুতল ভবনের আগুনে প্রাণ গেল ১৪ জনের
মেক্সিকোয় নির্বাচনি প্রচারণার মঞ্চ ভেঙে নিহত ৯
নাইজেরিয়ায় খনি সম্প্রদায়ের ওপর নির্বিচারে হামলা, নিহত অন্তত ৪০
বিয়ের জন্য উপযুক্ত জামাই আত্মার খোঁজে বিজ্ঞাপন!
রাইসির স্মরণে জাতিসংঘে এক মিনিট নীরবতা পালন
সৌদি বাদশাহর ফুসফুসে প্রদাহ
পুলিৎজার পুরস্কার পেল রয়টার্সসহ তিন সংবাদমাধ্যম
প্রবল বৃষ্টিতে সৌদিতে ভেঙে পড়ল মসজিদের ছাদ 