সোমবার ● ১৩ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রধানমন্ত্রীর জনসভায় মিছিল নিয়ে মাশরাফি
প্রধানমন্ত্রীর জনসভায় মিছিল নিয়ে মাশরাফি
নেতা-কর্মীদের মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে খুলনা সার্কিট হাউজ মাঠে এসেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
সোমবার (১৩ নভেম্বর) সকালে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জনসভাস্থলে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। এ সময় মাশরাফিসহ নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল।
প্রিয় ক্রিকেটার মাশরাফিকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে।
মাশরাফি ছাড়াও বিভিন্ন জেলা-উপজেলার নেতারা তাদের কর্মী নিয়ে মিছিল করে এ জনসভায় যোগ দিচ্ছেন সকাল থেকেই।
এদিকে হেলিকপ্টার যোগে আওয়ামী লীগের মহাসমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে হেলিকপ্টারে খুলনা জেলা স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। বিকেলে সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
বিষয়: # #প্রধানমন্ত্রী #মাশরাফি






রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
মেট্রোরেল চলাচল স্বাভাবিক 