সোমবার ● ২৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » স্মার্ট বাংলাদেশের অন্যতম কারিগর হবেন নাদেল : আনোয়ারুজ্জামান
স্মার্ট বাংলাদেশের অন্যতম কারিগর হবেন নাদেল : আনোয়ারুজ্জামান
সিলেট সিটি কর্পোরেশরেনর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, শফিউল আলম চৌধুরী নাদেলকে ভোট দিয়ে সংসদে পাঠালে শুধু কুলাউড়াই নয়, উন্নয়ন হবে বৃহত্তর সিলেটের। আগামী দিনে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের অন্যতম কারিগর হবেন তিনি।
সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছকাপন বাজার, কুলাউড়া পৌরসভার ৮নং ওয়ার্ড ও ভাটেরায় আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান বক্তার বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
কাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিসিক মেয়র আরও বলেন, নাদেল এই এলাকার সন্তান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন। তিনি তাকে বাংলাদেশ আওযামী লীগের সাংগঠনিক সম্পাদক করেছেন। এর আগে তিনি তাকে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন। অত্যন্ত সফলতার সাথে নাদেল তার দায়িত্ব পালন করেছেন। আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাকে সংসদে পাঠালে তিনি কুলাউড়া মৌলভীবাজারসহ বৃহত্তর সিলেটের উন্নয়নের জন্য কাজ করবেন। তিনি হবেন শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের অন্যতম কারিগর।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আশফাক আহমেদ, আওয়ামী লীগ নেতা আ স ম কামরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বিষয়: #নির্বাচন ২০২৪






রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
মেট্রোরেল চলাচল স্বাভাবিক 