মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ
ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে।
২৬ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
এর আগে বিকাল ৩টা ৩৪ মিনিটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কার্যালয়ে আসেন। তারপর ইউরোপীয় ইউনিয়নের ২ জন সদস্য কার্যালয়ে প্রবেশ করেন।
আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও দলের তথ্য ও গবেষণা সস্পাদক ড সেলিম মাহমুদ, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বৈঠকে উপস্থিত আছেন।
বিষয়: #নির্বাচন ২০২৪






রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
মেট্রোরেল চলাচল স্বাভাবিক 