মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » বিনোদন » নতুন বছরে ভাইরাল শুভশ্রীর অন্তরঙ্গ ছবি
নতুন বছরে ভাইরাল শুভশ্রীর অন্তরঙ্গ ছবি
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। সংসার সন্তান নিয়ে বেশ ভালোই চলছে তাদের সময়। তবে প্রায়ই বিভিন্ন কারণে এ জুটি সমালোচিত হন। বছর শেষে রাজের সাথে এক ঘনিষ্ঠ ছবি পোস্ট করতেই শুভশ্রীকে নিয়ে বইছে সমালোচনার ঝড়।
অন্য সবার মতো ২০২৩-এর শেষ দিনে পার্টিতে মেতে উঠেছিলেন তারা। সেখানে রাজের সঙ্গে লিপলক অর্থাৎ ঠোঁট-চুমুর এক ছবি দিয়েছেন শুভশ্রী। আর এরপরই শুরু হয়েছে সমালোচনা।
একজন লিখেছেন, সারাক্ষণ ধরে প্রমাণ দিতে চায় ওরা হ্যাপি কাপল। এসব ছবি তুলে পোস্ট করা বাস্তবে অসুখীদের কাজের ট্রেন্ড।
আর একজন লিখেছেন, এত শো-অফের তো দরকার ছিল না। চুমু খেতেই পারেন, সবার সামনে এভাবে দেওয়ার কী দরকার?
এর আগেও চুম্বনের ছবি দিয়ে ট্রলড হয়েছেন তিনি। কটাক্ষ যে সেলেব জীবনের নিত্যসঙ্গী। আর এই কটাক্ষকে কবেই বা পাত্তা দিয়েছেন তারা?
প্রসঙ্গত, নভেম্বরের শেষ দিনে মা হয়েছেন শুভশ্রী। ঘরে এসেছে মেয়ে ইয়ালিনি। মা হওয়ার কিছুদিন পরেই বিদেশ থেকেও ঘুরে এসেছেন দুজনে। তারা বাঁচেন নিজের শর্তে। তাই এই ট্রল নিয়েও খুব একটা বিচলিত নন।
বিষয়: #অন্তরঙ্গ #ছবি #ভাইরাল #শুভশ্রী






নিজের বাড়িতেই হেনস্তার শিকার হয়েছেন সোহিনী
মন্দিরার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন রাজ
হাসপাতালে কমেডিয়ান ভারতী সিং
মুক্তির আগেই সিনেমার ব্যবসা ১০০০ কোটি রুপির
বিয়ের দু’মাস আগে ভাঙে সানির সম্পর্ক, তারপর পেয়ে যান দেবদূত!
জন্মদিনে ভক্তদের চমকে দিলেন রাশমিকা
ইচ্ছে রয়েছে কলকাতায় বাড়ি কেনার: পরীমণি
নায়িকা পলির বিরুদ্ধে জিডি
কাজের বাইরে প্রেমিক ঠেকানো বাড়তি কাজ হয়ে দাঁড়াল : স্বাগতা
মা হচ্ছেন ক্যাটরিনা? 