বুধবার ● ১০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » তিন মন্ত্রী পেলো সিলেট, নতুনেই ভরসা প্রধানমন্ত্রীর
তিন মন্ত্রী পেলো সিলেট, নতুনেই ভরসা প্রধানমন্ত্রীর
পূর্বের পাঁচের জায়গায় এবার এখন পর্যন্ত তিন মন্ত্রী পেলো সিলেট। তবে এখন পর্যন্ত পুরনো কাউকে মন্ত্রীসভায় ডাকা হয়নি। যারা ডাক পেয়েছেন তারা সবাই পাবেন প্রথমবারের মতো মন্ত্রীত্বের স্বাদ।
গেল ৭ জানুয়ারি বিশাল বিজয়ের পর টানা চতুর্থ-বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি। বুধবার শপথ নিয়েছেন ২৯৭ জন সংসদ সদস্য।
আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রীসভার সদস্যরা শপথ নেবেন।
এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এছাড়া মন্ত্রিসভার সদস্য হিসেবে ৩৬ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগকে দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যারা মন্ত্রী হতে যাচ্ছেন তাদের সবাইকে বৃহস্পতিবার শপথ নিতে আসার জন্য ফোন দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী। আর ১১ জন পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব।
এর মধ্যে সিলেট বিভাগের তিনজন রয়েছেন এই তালিকায়। তারা হলেন, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ, সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ডা. সামন্ত লাল সেন।
আরও পড়ুন > আক্ষেপ ঘুচল উপাধ্যক্ষ শহীদের, ডাক পেয়েছেন মন্ত্রীত্বের
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার কথা মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে জানিয়েছে। নতুন সরকারে কে কোন মন্ত্রণালয় পাবেন, তা জানা যাবে দপ্তর বণ্টনের পর।
বিষয়: #নির্বাচন ২০২৪






রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
মেট্রোরেল চলাচল স্বাভাবিক 