শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

Somoy Channel
শুক্রবার ● ১৭ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রযুক্তি » এই দেশে ফ্রি ইন্টারনেটের ঘোষণা করলেন মাস্ক! পালটা দিতে বড় চমক জিও’র
প্রথম পাতা » প্রযুক্তি » এই দেশে ফ্রি ইন্টারনেটের ঘোষণা করলেন মাস্ক! পালটা দিতে বড় চমক জিও’র
১০১ বার পঠিত
শুক্রবার ● ১৭ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এই দেশে ফ্রি ইন্টারনেটের ঘোষণা করলেন মাস্ক! পালটা দিতে বড় চমক জিও’র

এই দেশে ফ্রি ইন্টারনেটের ঘোষণা করলেন মাস্ক! পালটা দিতে বড় চমক জিও’র“এই দেশে ফ্রি ইন্টারনেটের ঘোষণা করলেন মাস্ক! পালটা দিতে বড় চমক জিও’র”

Jio vs Starlink : ইন্টারনেট পরিষেবার দৌড়ে জিও-কে রীতিমতো লড়াই দিচ্ছে স্টারলিঙ্ক। ভারতে যাত্রা শুরু না হলেও একাধিক দেশে জমি শক্ত করে ফেলেছে স্টারলিঙ্ক। আর তাতেই ঘুম উড়েছে জিও-এয়ারটেলের। এই মুহূর্তে, ভারতে মূলত এই দুই সংস্থাই ইন্টারেনেটের অধিকাংশ বাজার দখল করে রেখেছে। এমতাবস্থায়, স্টারলিঙ্কের প্রবেশ একটি বড় চমক হতে চলেছে দেশের ব্রডব্যান্ড পরিষেবায়।
হাই-স্পিড ইন্টারনেট দেওয়ার দৌড়ে জিও-কে টক্কর দিতে চলেছে স্টারলিঙ্ক। ইতিমধ্যে ভারতে আসার প্রস্তাবও জানিয়ে রেখেছে এলন মাস্কের সংস্থা। তবে এ দেশে আসার আগে মেক্সিকোতে ফ্রি ইন্টারনেটের ঘোষণা করেছে স্টারলিঙ্ক। ওই দেশের সরকারের সঙ্গে 90 মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে সংস্থা। এই চুক্তি অনুযায়ী 2026 সাল পর্যন্ত মেক্সিকোতে ফ্রি ইন্টারনেট দেবে স্টারলিঙ্ক।

ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পুরো দমে শুরু না হলেও জিও এবং এয়ারটেল এই দৌড়ে নেমে পড়েছে। জিও স্পেস ফাইবার নামে নতুন পরিষেবা এনেছে রিলায়েন্স। ওয়ানওয়েব নামে স্যাটেলাইট পরিষেবা শুরু করতে চলেছে এয়ারটেল। স্টারলিঙ্ক আসার আগে জমি শক্ত করতে, ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবায় জিও এয়ার ফাইবারকে গোছাতে শুরু করেছে রিলায়েন্স।

ইতিমধ্যে দেশের 115টি শহরে চালু হয়ে গিয়েছে জিও এয়ার ফাইবার। দ্রুত গতির ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে রীতিমতো কোমর বেধে নেমেছে জিও। অন্যদিকে এয়ারটেল তাদের ওয়ানওয়েব সংস্থার মাধ্যমে ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার লাইসেন্স পেয়ে গিয়েছে।

স্টারলিঙ্ক আসার আগে ঘরে ঘরে জিও এয়ার ফাইবার পৌঁছে দেওয়ার পরিকল্পনা মুকেশ আম্বানির। যার জন্য প্ল্যানের দাম রাখা হয়েছে 599 টাকা। যেখানে 550টি ডিজিটাল টিভি এবং নেটফ্লিক্স,অ্যামাজন প্রাইম-সহ একাধিক ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে বলে দাবি করেছে জিও।

জিও ফাইবারের মতোই ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে জিও এয়ার ফাইবার। তবে এটি ওয়্যারলেস এবং সংস্থার দাবি অনুযায়ী, এতে 1Gbps স্পিডে ইন্টারনেট পাওয়া যায়। জিও ফাইবারে যেখানে বিভিন্ন ডিভাইস ইনস্টল করতে হয়।

মহারাষ্ট্র, তেলেঙ্গানা,পশ্চিমবঙ্গ, গুজরাত, কর্ণাটক, দিল্লি, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্যে শুরু হয়ে গিয়েছে জিও এয়ার ফাইবার। যার ফলে মানুষের কাছে দ্রুত গতির ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া আরও সহজ হয়ে উঠেছে।

স্টারলিঙ্ক কবে আসবে ভারতে?

4,200 এর বেশি স্যাটেলাইট রয়েছে স্টারলিঙ্কের। ভারতে পরিষেবা শুরু করার জন্য ইতিমধ্যে টেলিকম দফতরের কাছে চিঠি পাঠিয়েছে এলন মাস্কের সংস্থা। প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পরিষেবা দিতে আগ্রহী স্টারলিঙ্ক। যদিও এই আবেদনে এখনও সাড়া দেয়নি সরকার। তাই স্টারলিঙ্ক কবে থেকে শুরু হচ্ছে এবং কত দম হবে সেই সম্পর্কে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

যতক্ষণ না টেলিকম দফতরের পক্ষ থেকে লাইসেন্স পাচ্ছে স্টারলিঙ্ক, ততক্ষণ অবধি ভারতে কোনওরকম পরিষেবা বা বুকিং চালু করতে পারবে না সংস্থা।



বিষয়: #  #  #


প্রযুক্তি এর আরও খবর

বাসযোগ্য আরেকটি ‘পৃথিবী’ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের বাসযোগ্য আরেকটি ‘পৃথিবী’ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
আইসিটি সেক্টরে ১.৫ মিলিয়ন (১৫ লাখ) চাকরির সুযোগ: পলক আইসিটি সেক্টরে ১.৫ মিলিয়ন (১৫ লাখ) চাকরির সুযোগ: পলক
হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের গ্লোবাল রাউন্ডে অংশ নিতে চীনে বাংলাদেশ দল হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের গ্লোবাল রাউন্ডে অংশ নিতে চীনে বাংলাদেশ দল
সহজ উপায়ে স্মার্টফোনের স্টোরেজ খালি করার উপায় সহজ উপায়ে স্মার্টফোনের স্টোরেজ খালি করার উপায়
হুয়াওয়ের ক্লাউড সেবা ব্যবহার করবে উৎকর্ষ হুয়াওয়ের ক্লাউড সেবা ব্যবহার করবে উৎকর্ষ
রুয়েট ও আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট রুয়েট ও আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট
নেটওয়ার্ক আধুনিকায়নের লক্ষ্যে বাংলালিংক ও হুয়াওয়ের চুক্তি নেটওয়ার্ক আধুনিকায়নের লক্ষ্যে বাংলালিংক ও হুয়াওয়ের চুক্তি
হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের এশিয়া প্যাসিফিক পর্বে তৃতীয় রুয়েট হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের এশিয়া প্যাসিফিক পর্বে তৃতীয় রুয়েট
বৃহস্পতিবার রাতে একঘন্টা বন্ধ থাকবে ইন্টারনেট বৃহস্পতিবার রাতে একঘন্টা বন্ধ থাকবে ইন্টারনেট
কেন উধাও হচ্ছে টুইটার অ্যাকাউন্ট? কেন উধাও হচ্ছে টুইটার অ্যাকাউন্ট?

আর্কাইভ