রবিবার ● ১৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজধানীতে মধ্যরাতে আরও ২ বাসে আগুন
রাজধানীতে মধ্যরাতে আরও ২ বাসে আগুন
ডেস্ক রিপোর্ট:হরতাল শুরুর আগেই রাজধানীর ধানমন্ডি এলাকায় রাত ১১টা ৪৭ মিনিটে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে মৌমিতা পরিবহনের একটি বাসে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১৮ নভেম্বর) সাভার থেকে ছেড়ে আসা মৌমিতা পরিবহনের ওই বাসে আগুন দেওয়া হয়। এর কিছু সময় পর রাত ১১টা ৫৮ মিনিটে মিরপুরের কালশি রোডে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালাব বিন জসিম জানান, ধানমন্ডির সায়েন্সল্যাবের কাছে মৌমিতা পরিবহনের একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, খবর পেয়ে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপন করে।
এর আগে শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কাফরুলের তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর এক ঘণ্টা পর গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বিষয়: # #আগুন #রাজধানী






রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
মেট্রোরেল চলাচল স্বাভাবিক 