শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

Somoy Channel
রবিবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাটির ওপরে ডিশ লাইনের ক্যাবল থাকবে না: তথ্য প্রতিমন্ত্রী
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাটির ওপরে ডিশ লাইনের ক্যাবল থাকবে না: তথ্য প্রতিমন্ত্রী
১৪০ বার পঠিত
রবিবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটির ওপরে ডিশ লাইনের ক্যাবল থাকবে না: তথ্য প্রতিমন্ত্রী

মাটির ওপরে ডিশ লাইনের ক্যাবল থাকবে না: তথ্য প্রতিমন্ত্রীক্যাবল টিভির অপারেটরদের আইনের মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ডিশ লাইনের ক্যাবলগুলো মাটির নিচ দিয়ে নিতে হবে। মাটির ওপরে কোনো ক্যাবল থাকবে না। আর উন্নত প্রযুক্তির সঙ্গে সমন্বয় রাখার পাশাপাশি, দেশের আইন মেনেই সম্প্রচারের কাজ করতে হবে।

৪ ফেব্রুয়ারি, রবিবার ক্যাবল টিভি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, টেলিভিশন চ্যানেলগুলো অপারেটরের ক্ষেত্রে দেশের আইন ও নিরাপত্তার কোনো ব্যত্যয় হোক সেটি যেন না হয়। কোথাও কোনো ব্যত্যয় হলে সেটি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলেও জানান তিনি।

সভায় কোয়াব প্রতিনিধিরা বলেন, ক্যাবল অপারেটররা প্রস্তুত থাকার পরও এই খাত এখনও ডিজিটালাইজড হয়নি, যা দুঃখজনক। এছাড়া অপারেটরদের ইন্টারনেট ব্যবসা থেকেও বিরত রাখা হয়।

এসব বিষয়ে সমন্বিত পদক্ষেপ নেয়ার দাবি তুলে ক্যাবল টিভি সম্পর্কিত যাবতীয় আইন-বিধি সংস্কারের দাবি জানান তারা।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)