শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

Somoy Channel
সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » সাহিত্য রম্যগল্প » স্বামীর সাথে ঝগড়া
প্রথম পাতা » সাহিত্য রম্যগল্প » স্বামীর সাথে ঝগড়া
১১০ বার পঠিত
সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বামীর সাথে ঝগড়া

স্বামীর সাথে ঝগড়াস্বামীর সাথে ঝগড়ার পর ইচ্ছে করেই রান্নায় লবণ, হলুদ বেশি করে দিলাম। যেন খেতে না পারে। বুঝবে বৌয়ের সাথে ঝগড়া করার ফল।
স্বামী রাত এগারোটায় ফিরলো ক্লান্ত শরীরে। গা চিপচিপে গাম।ক্লান্ত স্বরে বললো
“স্বস্তিকা, চোখ বন্ধ করো ”
চোখ বন্ধ করতেই চুলে কিছু একটার স্পর্শ অনুভব
করলাম। চোখ মেলে দেখি গোলাপ ফুলের মালা। স্বামী বিষাদে বললো
“সারাদিন অফিসে একটুও মন বসেনি।আমার ছোট্ট পাখিটাকে বকা দিয়েছি, ভুল করেছি। নিজের কাছে খুব অপরাধী লাগছিলো। তোমার পছন্দের ফুল নিয়ে এসছি। রাগ কমেছে? ”
এতোদিনের চেনা পরিচয়েও আজ যেন নতুন করে স্বামীর প্রেমে পরে গেলাম। অশ্রুসিক্ত হয়ে বললাম
“হু রাগ কমেছে। তুমি হাত মুখ ধুয়ে আসো।আমি রান্না করি”
স্বামী ভুরু কুঁচকে বললো “কেন রান্না করোনি? ”
প্রতিত্তোরে শুধু মাথা নাড়ালাম। কি আশ্চর্য! উনি বিষয়টা বুঝতে পেরে বললেন
“আচ্ছা ঠিক আছে, নতুন করে আর রান্না করতে হবেনা। তরকারিতে বাড়তি একটু জল দিলেই তো লবণ
কমে যাবে। ব্যাপার না,মেসে থাকতে কত এভাবে খেয়েছি”
রেগে বললাম ” তখন তোমার বউ ছিলোনা তাই খেয়েছো।এখন বউ আছে। ফ্রীজে মাংস আছে,পোলাও রান্না করি?”
“আচ্ছা ঠিক আছে।আমি হাত মুখ ধুয়ে পেঁয়াজ কেটে দিচ্ছি। তুমি কা”টতে যেওনা, হাত কেটে ফেলবে”
লোকটার এই এক সমস্যা। আমার রাগ কখনোই দীর্ঘস্থায়ী হতে দেয় না।এতোটা কেন? একটু কম ভালোবাসলেও তো কোনো ক্ষতি ছিলো না।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ থেকে সংগৃহীত



বিষয়: #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)